ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

জালাল ইউনুস ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
জালাল ইউনুস ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের তিন সংস্করণেই অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশ্য ২০২৩ সালে হঠাৎ করেই তিন ফরম্যাটের অধিনায়ক হতে হয় তাকে। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সরে দাড়ানোয় সাকিব আল হাসানের ওপর টেস্ট ও টি-টোয়েন্টি দলের সাথে ওয়ানডে দলের দায়িত্বও বর্তায়। যদিও ওয়ানডে বিশ্বকাপের আগে বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব নিজেই বলেছিলেন, বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আস্থা রাখতে চায় সাকিবের উপরই। তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিবকেই তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে দেখতে চায় বোর্ড। এছাড়াও আলোচনায় রয়েছে তামিম ইকবাল ইস্যুও। জালাল ইউনুস জানিয়েছেন, তামিমের ভবিষ্যৎ জানা যাবে জানুয়ারিতে বিপিএলের পর।

এর আগে মঙ্গলবার সাকিব বিদেশী ফ্রাঞ্চাইজি থেকে দেশের ক্রিকেটে সময় বেশি দিবেন বলে জানান। এ ব্যাপারেও জালাল ইউনুস বলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’

এছাড়াও শান্তকে যে শুধু নিউজিল্যান্ড সিরিজের নেতৃত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারটিও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, ‘এখানে একচুয়ালি রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’

জালাল আরও বলেন, ‘এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। আমরা যাদের সম্ভাব্য ক্যাপ্টেন বলি তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয় তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পার্বত্য জেলার সংঘর্ষ নিয়ে আইএসপিআরের বিবৃতি

ক্যামেরনের দায়িত্বে ‘দ্য লাস্ট ট্রেন ফ্রম হিরোশিমা’

এক ট্রলারেই মিলল ১০২ মণ ইলিশ

তাকসিমের সহযোগী সচিবকে অব্যাহতি দিল ঢাকা ওয়াসা

অনেক সচিব এখনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী 

৩০৮ রানের লিডে দিন শেষে শক্ত অবস্থানে ভারত

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

চোর সন্দেহে পিটিয়ে হত্যা / ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের অপসারণ দাবি সাদা দলের

হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

১০

পেজার বিস্ফোরণ নিয়ে উত্তেজনা, যার পক্ষ নিল রাশিয়া

১১

প্রেমিকার ডাকেও কার্নিশ থেকে নামল না ‘চোর’

১২

বাকি খেয়ে লাপাত্তা ছাত্রলীগ নেতারা, দিশেহারা ব্যবসায়ীরা

১৩

যেভাবে অশান্ত হলো পার্বত্য চট্টগ্রাম

১৪

দেড় মাস ধরে অনুপস্থিত বেড়া কলেজের অধ্যক্ষ

১৫

শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

১৬

বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই 

১৭

জলবায়ু পরিবর্তন থামাতে উদ্যোগ নেওয়ার দাবি কক্সবাজারের তরুণদের 

১৮

বিচারবহির্ভূত হত্যা বন্ধে জবিতে মানববন্ধন

১৯

আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ছাত্রদল নেতাদের

২০
X