ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের বিপক্ষে সোনালি ট্রফি জয়ের পর উদযাপনের জন্য বেশি সময় পাচ্ছে না অজিরা। মাত্র ৪ দিনের ব্যবধানে রানার্সআপ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ম্যাথু ওয়েড বাহিনী। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশাখাপত্তনমে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
দীর্ঘ ৪৫ দিনের লড়াইয়ের কারণে বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছে ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের স্কোয়াডে থাকা মাত্র তিনজন ক্রিকেটারকে নিয়ে টি-টোয়েন্টি দল গড়েছে স্বাগতিকরা। আর বিশ্বকাপ স্কোয়াডের সাতজনকে বিশ্রাম দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের টি-টোয়েন্টির অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে এই সিরিজে নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার ম্যাথু ওয়েড। বিশ্বকাপ জয়ের পর মিচেল মার্শকে বিশ্রাম দেওয়ায় অজিদের নেতৃত্ব দিবেন বাঁহাতি ব্যাটার। সিরিজ শুরুর দুদিন দিন আগে টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান অজি ওপেনার। ঘরের মাঠে এই সিরিজ দিয়ে ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাবেন ওয়ার্নার।
ওয়ার্নারের বদলে অলরাউন্ডার অ্যারন হার্ডিকে যুক্ত করেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া স্পেন্সার জনসনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন পেসার কেন রিচার্ডসন। টি-টোয়েন্টিতে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারতের ১৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ১০টিতে। দুদলের বাকি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ঘরের মাটিতে জিতেছিল ভারত।
মন্তব্য করুন