ওয়েস্ট ইন্ডিজের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘন করায় ৬ বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৩ সালের ১১ নভেম্বর থেকে স্যামুয়েলসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে স্যামুয়েলসকে অভিযুক্ত করেছিল আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তা। যিনি (ইসিবি) বোর্ডের অধীনে মনোনীত দুর্নীতি দমন ট্রাইব্যুনালের কর্মকর্তা ছিলেন। গত আগস্টে ক্যারিবিয়ান ক্রিকেটারকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। অভিযোগগুলো হল-
আইসিসির অনুচ্ছেদ ২.৪.২ অনুযায়ী, দুর্নীতি দমন কর্মকর্তার কাছে কোন পরিস্থিতে উপহার, অর্থপ্রদান, আতিথেয়তা বা অন্যান্য সুবিধা নিয়েছিল তা প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪.৩ অনুযায়ী, ৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার দুর্নীতিবিরোধী কর্মকর্তার অফিসিয়াল রসিদ প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪.৬ অনুযায়ী, দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪.৭ অনুযায়ী, তদন্তের সাথে প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করার মাধ্যমে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্ব করা।
আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এসময়ে অসংখ্য দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছিলেন এবং দুর্নীতিবিরোধী কোডের অধীনে তার বাধ্যবাধকতা ঠিক কী তা জানতেন।’
আইসিসি কর্মকর্তা আরও বলেন, ‘যদিও তিনি অবসর নিয়েছেন। তবে যখন অপরাধ সংঘটিত হয়েছিল তখন তিনি একজন সক্রিয় ক্রিকেটার ছিলেন। ছয় বছরের নিষেধাজ্ঞা যে কোনো অংশগ্রহণকারীর জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে যারা নিয়ম ভঙ্গ করতে চায়।’
মন্তব্য করুন