ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার মেগা ফাইনালে রোহিত বাহিনীকে ১ লাখ ৩২ দর্শকদের সামনে নিশ্চুপ করে বিজয় উল্লাসে ভাসে তাসমান পাড়ের দেশটি। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে স্বাগতিকদের হারিয়ে নীরব করতে চেয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতকে ৬ উইকেটে হারিয়ে সেই ইচ্ছা পূরণ করেন তিনি।
রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ২৪১ রানের জবাবে ট্রাভিস হেডের ১৩৭ রানের অনবদ্য সেঞ্চুরিতে ৪২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোওর করে প্যাট কামিন্সের দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যাট কামিন্স বলেন, ‘আমরা ফাইনালের জন্য সেরাটা জমা রেখেছিলাম। আমি মনে করি আমরা শেষ পর্যন্ত আমাদের সেরাটা দিতে পেরেছি। আমরা ভেবেছিলাম, রান তাড়া করার জন্য এটি একটি শুভ রাত। ধারণার চেয়ে উইকেট কিছুটা ধীর ছিল। বিশেষ করে স্পিন ধরেনি। বোলাররা অনেক টাইট লাইন ধরে বোলিং করেছে। যার ফলে ভারতকে ২৪০ রানের মধ্যে বেঁধে রাখা গেছে। ট্রাভিস হেডের ইনজুরি নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু সে দুর্দান্ত খেলেছে এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। তাকে দারুণ ভাবে সঙ্গ দিয়েছে লাবুশেন। আমরা প্রথম দুই ম্যাচ হেরেছি। কিন্তু দারুণভাবে আবার ফিরে এসেছি। এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।’
মন্তব্য করুন