রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
রাফসান জানি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাজে শুরুর পরও যেভাবে ফাইনালে অস্ট্রেলিয়া

দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন প্যাট কামিন্স ও মিচেল স্টাক। ছবি : সংগৃহীত
দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন প্যাট কামিন্স ও মিচেল স্টাক। ছবি : সংগৃহীত

আগামীকাল (১৯ নভেম্বর) আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মেগা ফাইনাল। দীর্ঘ দেড় মাসের তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে অজিরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এর আগে দেখে নেওয়া যাক যেভাবে ফাইনালে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা:

প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত দক্ষিণ আফ্রিকাকে হারালেও ফাইনালে আসার পথটা সহজ ছিল না অজিদের। কারণ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে আয়োজক দেশ ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করে প্যাট কামিন্সের। সে সময় অনেকে অনেকে ধারণা করে ছিল, এবার বোধহয় সেমিফাইনালে খেলা হবে না অজিদের। কিন্তু হিসাব-নিকাশ পাল্টে দিয়ে টানা আট জয়ে শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়া।

চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে বিশ্বকাপ ‍মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে ১৯৯ রানে অলআউট হয়েছিল অজিরা। ৪ উইকেট হারিয়ে দুর্দান্তভাবে জয় তুলে নেয় ভারত। পরের ম্যাচে আরও বাজেভাবে হারের স্বাদ পায় প্যাট কামিন্সের দল। সেমিফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে প্রোটিয়াদের কাছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হারে খাঁদের কিনারে চলে যায় অজিরা।

নিজেদের তৃতীয় ম্যাচ থেকে চিরচেনা অস্ট্রেলিয়াকে দেখতে পায় ক্রিকেট বিশ্ব। রাউন্ড রবিন লিগ পর্বের বাকি সাত ম্যাচে টানা জয় তুলে নেয় অজিরা। শ্রীলঙ্কাকে ২০৯ রানে অলআউট করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মিচেল মার্শ ও জস ইংলিশের ফিফটিতে ৫ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এরপর বেঙ্গালুরুর চেন্নাস্বামীতে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তানকে ৬২ রানে হারায় অজিরা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের জোড়া শতকে ৩৬৭ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান।

পঞ্চম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ইতিহাস সবচেয়ে বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসকে মাত্র ৯০ রানে গুটিয়ে দিয়ে ৩০৯ রানে জয় পায় অজিরা। পরের ম্যাচে ধর্মশালায় মুখোমুখি হয় তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওপেনার ওয়ার্নার ও ট্রাভিস হেডের টর্নেডো ব্যাটিংয়ে ৩৮৮ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে অজিরা। জবাবে মাত্র ৫ রানে পরাজিত হয় ব্ল্যাক ক্যাপসরা। রাচিন রবীন্দ্র’র সেঞ্চুরিতে ৩৮৩ রানে থামে নিউজিল্যান্ড।

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ২৮৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়ে, ইংলিশদের ২৫৩ রানে আটকে দেয় স্টার্ক-জাম্পারা। পরের ম্যাচে আফগানদের ২৯২ রানের টার্গেটে ৯৬ রানে ৭ উইকেট হারিয়েও ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ৩ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা। পরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় প্যাট কামিন্সের দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পায় অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ২১২ রানে গুটিয়ে দিয়ে ১৯৩ রান তুলতেই ৭ উইকেট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শ্বাসরুদ্ধকার লড়াই শেষে ৩ উইকেটে জিতে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অষ্টমবারের মতো ফাইনালে পা রাখে অজিরা।

আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার স্বপ্ন নিয়ে মেগা ফাইনালের মঞ্চে লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৈঠক

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল্সে চ্যাম্পিয়ন চবি

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

দুর্গাপূজায় সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : মাহবুবের শামীম

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

১০

ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রিন্স

১১

কার হাতে কত সোনার মজুত?

১২

পিএসসির চাকরির পরীক্ষা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

১৩

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

১৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৫

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

১৬

কলেজ অধ্যক্ষকে বাঁচাতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৭

প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত : মেজর হাফিজ

১৮

সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ

১৯

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

২০
X