ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তান দলকে সমালোচনায় বিদ্ধ করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটাররা। তবে বাবর-রিজওয়ানদের সমালোচনা করতে গিয়ে ভারতের বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন সাবেক পাক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। এ ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়ায় ভারতীয় বিউটি কুইন ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চেয়েছেন পাক কিংবদন্তি।
গতকাল (১৪ নভেম্বর) বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সংবাদমাধ্যমের আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি ও উমর গুল। মতবিনিময় অনুষ্ঠান চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা ইস্যুতে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে উদাহরণ দেন রাজ্জাক। যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত ঐশ্বরিয়া রায়ের কাছে ক্ষমা চেয়েছেন রাজ্জাক।
Abdur Razzaqs public apology to Aishwariya Rai after Shahid Afridi urges him!#SamaaTV #Pakistan #ShahidAfridi #AbdurRazzaq #AishwariyaRai #WorldCup23 #Cricket #Cricket23 #ICCCricketWorldCup2023 #ZorKaJor@SAfridiOfficial @Mushy_online @yousaf1788 @umairbashirr @sawerapasha pic.twitter.com/dZksfgJmZZ
— SAMAA TV (@SAMAATV) November 14, 2023সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন আব্দুল রাজ্জাক। পাক কিংবদন্তি পোস্টে বলেছেন, ‘গতকাল আমি সংবাদ সম্মেলনে ক্রিকেট কোচিং নিয়ে কথা বলেছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইকে নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। যার জন্য ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল।’
সংবাদ সম্মেলনে পিসিবিকে সমালোচনা করতে গিয়ে ঐশ্বরিয়া রাই বচ্চনের উদাহরণ দিয়েছিলেন রাজ্জাক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
মন্তব্য করুন