অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন অখ্যাত অস্ট্রেলিয়ান বোলার গ্যারেথ মরগান। টানা ৬ বলে ৬ উইকেট শিকার করে বিশ্বরেকর্ডে নাম লেখিয়েছেন এই অজি স্পিনার। দেশটির প্রিমিয়ার লিগ ডিভিশন ৩-এর ম্যাচে এমন কৃতিত্ব গড়েন মরগান।
শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ক্যারারা কমিউনিটি সেন্টারে সারফার্স প্যারাডাইসের বিপক্ষে ৬ বলে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের অধিনায়ক গ্যারেথ মরগান।
প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে মুদগ্রিবার ১৭৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিল সারফার্স প্যারাডাইস। শেষ ওভারে জয়ের জন্য সারফার্সের দরকার পরে ৬ বলে ৫ রান। উইকেট বাকি ছিল ৬ টা। এমন সমীকরণে নিজেই বল হাতে তুলে নেন মরগান।
Fair chance this will pop up on socials this week. Yesterday Surfers Paradise 3rd Grade were chasing 178 and were 4/174 with 1 over to go and lost 6 wickets in 6 balls to lose the game, I dont think you will ever see a result like this again in your lifetime pic.twitter.com/arW1QaERLg — Garred Birrell (@garredbirrell) November 11, 2023
সংবাদমাধ্যম এবিসিকে মরগান বলেন, ‘খেলায় শেষ ওভারে একজন তরুণ বোলারকে না পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া আমি মনে করি খেলা জেতার চেষ্টায় আমরা বেশ মনোযোগী ছিলাম। ভেবেছিলাম আমি বল করব। তারা আমার বিপক্ষে জয়ী রান সংগ্রহ করুক। তাই আমি তরুণ ছোট ছেলেটির হাতে বল দেইনি।’
অবিশ্বাস্যভাবে শেষ ওভারের কোনো রান হজম না করেই ৬ বলে ৬ উইকেট তুলে নেন মুদগ্রিবা অধিনায়ক। প্রথম বলেই ৬৫ রানে থাকা জ্যাক গারল্যান্ডকে আউট করেন মরগান। পরের দুই বলে ২ উইকেট শিকার করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। কিন্তু পরের ৩ বলেও উইকেট শিকার করেন মরগান। সেই সঙ্গে প্রথম বোলার হিসেবে ৬ বলে ৬ উইকেট শিকারের কৃতিত্ব গড়েন এই অখ্যাত অজি বোলার। প্রথম ৪ ব্যাটার ক্যাচ আউট হন এবং বাকি ২ ব্যাটার বোল্ড হন।
গ্যারেথ মরগান ৬ বলে ৬ উইকেট নিলেও তা পেশাদার ক্রিকেটের অন্তর্ভুক্ত নয়। কারণ পেশাদার ক্রিকেটে এখন পর্যন্ত এক ওভারে ৬ উইকেট নিতে পারেনি কেউ। কিন্তু ৬ বলে ৫ উইকেট শিকারের ঘটনা মোট তিনটি। তবে প্রত্যেকটা ঘরোয়া ক্রিকেটে ঘটেছে। প্রথমটি ২০১১ সালে ওয়েলিংটনের বিপক্ষে ওটাগোর হয়ে ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার।
২০১৩ সালে দ্বিতীয়বারের ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশশি পেসারের নাম। বিজয় দিবস কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে ৫ উইকেট শিকার করেন ইউসিবি-বিসিবি একাদশের আল আমিন হোসেন। ২০১৯ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হারিয়ানার বিপক্ষে কর্নাটকের অভিমন্যু মিঠুন এক ওভারে ৫ উইকেট শিকার করেছিলেন।
মন্তব্য করুন