ভারতে চলতি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে আফগানিস্তান। প্রতিযোগিতায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ছাপ রেখে গিয়েছে আফগানরা। তাদের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ক্রিকেট মাঠের দর্শকদের মন কাড়ার পর এবার আহমেদাবাদের রাস্তায় ঘুমিয়ে থাকা ব্যক্তিদের নগদ অর্থ বিতরণ করে প্রশংসায় ভাসচ্ছেন আফগান তারকা।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে আফগানিস্তান দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৫ উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে আফগানরা। ম্যাচের শেষে দীপাবলি উপলক্ষে আহমেদাবাদের রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে থাকা গৃহহীনদের নগদ টাকা সাহায্য দেন গুরবাজ। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর থেকেই ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন গুরবাজ।
Rahmanullah Gurbaz silently gave money to the needy people on the streets of Ahmedabad so they could celebrate Diwali. - A beautiful gesture by Gurbaz. pic.twitter.com/6HY1TqjHg4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভোর ৩টা নাগাদ আফগান ওপেনার গুরবাজ ফুটপাতে শুয়ে থাকা মানুষদের পাশে ৫০০ টাকার নোট রাখেন। রাতের অন্ধকারে লুকিয়ে এ কাজ করেছেন। ঘুমন্ত ফুটপাতবাসীদের অবশ্য কাউকে ডেকে তোলেননি ডানহাতি এই ওপেনার। ভিডিওতে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেছে, তার দাবি, তিনি বাড়ির সামনে গুরবাজকে আসতে দেখেন। এবং লুকিয়েই ভিডিওটি করেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্ত-সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন গুরবাজকে। এবারের বিশ্বকাপে ৯ ম্যাচে ২৮০ রান সংগ্রহ করেছেন আফগান ওপেনার। নিজেদের ইতিহাসে বিশ্বকাপের সেরা সাফল্য অর্জন করেছে আফগানিস্তান। পয়েন্ট তালিকার ছয় নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছে তারা। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে পরাজিত করে গুরবাজের দল।
মন্তব্য করুন