ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ের তালিকা করা হলে। প্রথমেই রাখতে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের লড়াই। দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় দর্শকরা নিয়মিত দেখতে পারলেও এখন তা নেমে এসেছে শুধুই বহুজাতিক টুর্নামেন্ট ভিত্তিতে। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শকের সামনে আড়াইটায় মুখোমুখি হবে দুই দল।
আইসিসি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সুবাদে এক মাসের মাঝেই অন্তত তিনবার মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে যদিও আর দেখা হয়নি তাদের। এশিয়া কাপে দুইবার মাঠে নামার কথা থাকলেও একবার খেলা বাতিল হয়েছে বৃষ্টির কারণে। আরেকবার ম্যাচ গিয়েছে ভারতের পক্ষে।
ওয়ানডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস ৫৫ বছরের পুরনো। যেখানে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৬টি ম্যাচে জিতেছে ভারত। ৫টি ম্যাচে কোনও ফল হয়নি।
তবে মঞ্চটা যখন বিশ্বকাপ, তখন ভারত এগিয়ে আছে অনেকটাই। বিশ্বকাপে ৭ বারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আহমেদাবাদে দুই দলের ৮ম দেখায় সেই ধারা ভাঙতে চান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
তবে বিশ্বকাপের পরিসংখ্যান সবাই জানলেও এই পর্যন্ত পাকিস্তান ভারতের মাটিতে ভারতের বিপক্ষে কয়বার ম্যাচ জিতেছে? ভারতের মাটিতে এই পর্যন্ত দুই চির প্রতিদ্বন্দী মুখোমুখি হয়েছে ৩০ বার। যেখানে মেন ইন গ্রিনরা জয় পেয়েছে ১৯ বার বিপরীতে ভারতের জয় মাত্র ১১টি। বিশ্বকাপের পরিসংখ্যান পাকিস্তান ভক্তদের মুখে হাসি না ফোটাতে পারলেও এই পরিসংখ্যান তাদের খুশি করতেই পারে।
মন্তব্য করুন