হিমাচল প্রদেশের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাটলারদের দেওয়া ৩৬৫ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করে শুরু থেকেই চাপে বাংলাদেশ। ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর লিটন-মুশফিকের ৭২ রানের জুটিতে অলৌকিক কিছুর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ১২১ রানে লিটন এবং ১৬৪ রানে মুশফিকের বিদায় বাংলাদেশকে বড় হারের দিকে ঠেলে দিয়েছে।
বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে রেখে খেলছিলেন লিটন। হ্যাটট্রিক বাউন্ডারিতে ইনিংস শুরু করা লিটন আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৩৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন লিটন-মুশফিক। বড় রানের পথেই এগোচ্ছিলেন লিটন। দলকেও টেনে তুলছিলেন। তবে এই ওপেনারকে থামতে হল ৭৬ রানে। ২১তম ওভারের শেষ বলে ওকসের স্লোয়ার কাটারে ব্যাট চালিয়ে বোকা বনেছেন লিটন। আউটসাইড এডজে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ওপেনার।
লিটনের পর ফিফটি পান মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৪৭তম ফিফটিটি পেতে তার লেগেছে ৬১ বল। তবে এই মাইলফলক স্পর্শ করে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। টপলির শর্ট বলে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে সহজ ক্যাচ দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬৪ বলে ৫১ রান।
লিটন-মুশফিক ফেরার পর মাহেদীকে নিয়ে বড় হার ঠেকানোর চেষ্টা চালান হৃদয়। তবে তিনিও পারেননি দলীয় ১৮৯ রানে লিভিংস্টোনকে উইকেট বিলিয়ে আসেন তিনি। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়াও ৭ উইকেটে ১৯১ রান। তবে এরপরই রশীদের গুগলিতে অষ্টম ব্যাটার হিসেবে ফেরত যান মাহেদী। বাংলাদেশ ২০০ এর আগে অলআউট হওয়ার শঙ্কায়।
মন্তব্য করুন