ভারতে শুরু হচ্ছে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড উভয় শিবিরে ইনজুরির সমস্যা রয়েছে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় কিউইরা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। অন্যদিকে ইংল্যান্ডও মাঠে নামছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়া। গত আসরের ফাইনালের নায়ক চোটে ভুগছেন।
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের মূল ভরসার জায়গা ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল ও টম লাথাম। বোলিং লাইনআপে রয়েছেন অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এছাড়া নিউজিল্যান্ডের হয়ে চমক দেখাতে পারেন দুই স্পিনার রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। তবে চোটের কারণে প্রথম ম্যাচ মিস করছেন আরেক অভিজ্ঞ পেসার টিম সাউদি।
অন্যদিকে ইংলিশদের ব্যাটিংয়ে মূল দায়িত্ব পালন করবেন ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলার। বোলিং লাইনআপে রয়েছেন মার্ক উড, ক্রিস ওকস ও স্যাম কুরান। উপমহাদেশের উইকেট স্পিনবান্ধব হওয়ায় স্পিনার হিসেবে একাদশে আছেন আদিল রশিদ ও মঈন আলি।
ইংল্যান্ডের একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), জেমস নিশাম, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।
মন্তব্য করুন