আসন্ন ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারায় বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস, তানজিদ তামিমের সঙ্গে দুর্দান্ত ফিফটি করেন অধিনায়ক মেহেদি মিরাজ। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা।
সোমবার (২ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
গুয়াহাটিতে প্রথম প্রস্তুত ম্যাচে লঙ্কানদের হারায় বাংলাদেশ। আজ একই ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়ার পূবার্ভাস কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই সপ্তাহ গুয়াহাটিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টাইগারদের ম্যাচের দিন তাপমাত্রা ২৫-৩৩ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। তবে সেটি অনুভূত হবে ৩৯ ডিগ্রির মতো। একইসঙ্গে বজ্রপাতের সঙ্গে ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
লঙ্কানদের হারানোর পর এবার ইংলিশদের হারিয়ে প্রতিযোগিতার মূলপর্ব শুরু করাতেই চোখ বাংলাদেশ দলের। অন্যদিকে বাংলাদেশ ম্যাচ দিয়ে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় ইংলিশরা। কারণ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচটি শনিবার (৩০ সেপ্টেম্বর) একই ভেন্যুতে ভারতের সঙ্গে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন হবে।
মন্তব্য করুন