আর মাত্র ৬ দিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণে দেশগুলোর যুদ্ধ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে ভারতের গৌহাটিতে প্রস্তুতিও সেরেছে টাইগাররা। এবার সময় মাঠে সেই প্রস্তুতির প্রয়োগ করা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সাকিবের দল।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে প্রচলিত নিয়মকানুনে কিছুটা ছাড় থাকছে। দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া ভারতে স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ২ এইচডিতে দেখা যাবে ম্যাচটি। এ ছাড়া বিভিন্ন অ্যাপের সাইবস্ক্রিপশন করে দেখা যাবে ম্যাচটি।
বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। পরের ম্যাচটি বাংলাদেশ দল খেলবে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি একই টেলিভিশনে সম্প্রচার করা হবে।
মন্তব্য করুন