বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই এবারের এশিয়া কাপের সুপার ফোর শুরু হয়েছে শ্রীলঙ্কায়। শুরু থেকেই বৃষ্টির শঙ্কা থাকায় এশিয়া কাপের সুপার ফোরে শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই রাখা হয়েছিল রিজার্ভ ডে। গতকাল খেলা হওয়ার ২৪ ওভার শেষে বৃষ্টি নামলে আর মাঠে গড়ায়নি বল। তাই ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। তবে কলম্বোতে দুপুর থেকে বৃষ্টি থাকায় পর্যন্ত ম্যাচ সময়মতো শুরু হয়নি। তবে আশার কথা হলো- এখন আপাতত বৃষ্টি বন্ধ থাকায় বাংলাদেশ সময় ৫টায় ১০ মিনিটে আবার মাঠে গড়াচ্ছে মহারণ।
যদি আর বৃষ্টি কোনো বাধা না দেয় তাহলে পুরো পঞ্চাশ ওভার খেলাই হবে। ২৪.১ ওভোর থেকেই ভারত আবার ব্যাটিং শুরু করবে। তবে পাকিস্তানের জন্য খারাপ খবর হচ্ছে পাকিস্তানের পেস তারকা হারিস রউফ ইনজুরির কারণে আজ মাঠে নামবেন না।
ক্রিকেট ভক্তদের চাওয়া থাকবে বৃষ্টি যেন আর বাগড়া না দেয়। তবে এই চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা কম। কারণ বৃষ্টির পূর্বাভাস বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।
ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।
মন্তব্য করুন