এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শরীফুলের জোড়া আঘাতের পর তাসকিন-হাসানের বোলিং তোপে লঙ্কানদের চেপে ধরেছে সাকিব বাহিনী।
শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৩৪ রানের লঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে ফিরলেও দলীয় শতক পূরণের পর তাসকিন-হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের সময় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার নিশাঙ্কা। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।
দলীয় ১৪৪ রানে আশালঙ্কাকে সাকিবের ক্যাচ পরিণত করেন তাসকিন। এর ২২ রানের পর লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান।
মন্তব্য করুন