২০২৪ সালে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এই টি-টোয়েন্টি লিগের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমও শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে সাকিবের রংপুর রাইডার্স। দুদিন আগেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকেও দলে নেওয়ার কথা জানিয়েছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিটি।
আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে ব্যাটার বাবর আজম। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটেও সেরা পাঁচের মধ্যে অবস্থান করছেন এই পাকিস্থানি। রংপুরের হয়ে বাবরের খেলার জল্পনা শুরু হয়েছিল গতরাতে। মূলত নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে পাকিস্তান অধিনায়ককে দলে নেওয়ার কথা জানিয়েছিল রাইডার্স।
লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গাকে দলে ভেড়ানোর বিষয়টি সরাসরি প্রকাশ করেনি রংপর রাইডার্স কর্তৃপক্ষ। তবে তারা তিনটি সূত্রের উল্লেখ করেছেন। যেখানে বলা হয়েছে, তিনি একজন লঙ্কান অলরাউন্ডার, ওয়ানডে অভিষেকে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এবং ২০২৩ লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। ফলে সব সূত্র মিলালে দেখা যায় খেলোয়াড়টি হচ্ছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক বাবর আজমকে দল নেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ছাড়া রংপুর রাইডার্সের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে হাসারাঙ্গাকে দলে ভেড়ানোর সংবাদটি নিশ্চিত করেছে রাইডার্স কর্তৃপক্ষ।
২০২৪ সালের অনুষ্ঠেয় বিপিএলে সাকিব-বাবর-হাসারাঙ্গা ত্রয়ীকে একই দলে দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বিশ্বের সেরা সেরা অলরাউন্ডাররা ও ব্যাটারনকে অন্তর্ভুক্ত করে স্কোয়াডকে শক্তিশালী করে তুলছে রংপুর। গত আসরে রংপুরের হয়ে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদকেও ধরে রেখেছে রাইডার্সরা।
বাবর আজম ও হাসারাঙ্গা ছাড়াও আরও বড় বড় বিদেশি টি-টোয়েন্টি স্পেশালিস্ট খেলোয়াড়দের দলে ভেড়ানোর পরিকল্পনা আছে রংপুর রাইডার্সের। ২০২৪ সালের জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চলতি মাসের শেষ সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথাও জানিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।
মন্তব্য করুন