স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলংকা ও আফগানিস্তানের জন্য সুপার ফোরে যাওয়ার সমীকরণ

কঠিন সমীকরণের মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলংকা। ছবি: সংগৃহীত
কঠিন সমীকরণের মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলংকা। ছবি: সংগৃহীত

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সুপার ফোরের চার দলের তিন দল এর মধ্যেই নিশ্চিত। বাকি একটি স্থানের জন্য আজ মুখোমুখি হবে আসরের সহ-আয়োজক শ্রীলংকা ও আফগানিস্তান।

আসরের অন্যতম দুই ফেবারিট পাকিস্তান এবং ভারত ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে মোটামুটি কোনো ঝামেলা ছাড়াই। পাকিস্তান আগেই সুপার ফোরে গেলেও নেপালকে উড়িয়ে দিয়ে সেরা চারের টিকিট নিশ্চিত করতে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ‘বি’ গ্রুপ থেকে অবশ্য এত সহজেই নিষ্পত্তি হচ্ছে না ঘটনার। গ্রুপের শেষ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণের মারপ্যাঁচ।

‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। সবার আগে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সেটা পয়েন্টের হিসেবে না, নেট রানরেটের হিসেবে। আর বাংলাদেশের সঙ্গী হতে হলে শ্রীলংকা ও আফগানিস্তান দুই দলের জন্যই কাজটা কঠিন। এর মাঝে, আফগানিস্তানের জন্য হিসেব আরও বেশিই জটিল।

পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সবার উপরে আছে লঙ্কানরা। ১ ম্যাচে ১ জয়। রানরেট ০.৯৫১। এরপরেই আছে বাংলাদেশ। তাদের দুই ম্যাচে ১ জয়। তবে নেট রানরেট ০.৩৭৩। আর টাইগারদের কাছে ৮৯ রানে হারার সুবাদে আফগানদের রানরেট -১.৭৮০। এমন অবস্থায় লঙ্কানদের সামনে সমীকরণ সহজ। জিতলেই তারা চলে যাবে সুপার ফোরে। আর আফগানদের জন্য আছে জটিল গাণিতিক হিসেব।

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে আফগানরা। আজ তাই তাদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করলে তাদের কমপক্ষে ৬০-৭০ রানে জিততে হবে। আরও স্পষ্ট করলে, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করলে শ্রীলংকাকে ২৩০ রানের মধ্যে থামাতে হবে। আর ২০০ করলে থামাতে হবে ১৩৬ রানের মধ্যে।

আর যদি পরে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রেও আছে লক্ষ্যমাত্রা। শ্রীলংকা প্রথম ব্যাটিং করে যত রানই করুক না কেন, লক্ষ্যটা ৩৫ ওভারের মধ্যে শেষ করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। অবশ্য টার্গেট শ্রীলঙ্কা ৩০০ বা তার বেশি হলে ৩৮ ওভার পর্যন্ত সুযোগ পাবে আফগানিস্তান।

দুই দলের মুখোমুখি হওয়ার সাম্প্রতিক ইতিহাস অবশ্য আশা দেখাতে পারে হাশমতউল্লাহ শহিদীর দলকে। গত ১০ মাসে ওয়ানডেতে দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে, এর একটি ম্যাচ বৃষ্টিতে শেষ হতে পারেনি। বাকি ৫ ম্যাচের ২টিতে জিতেছে আফগানিস্তান, ২টিই শ্রীলংকার মাটিতে। লঙ্কানদের নড়বড়ে বোলিং লাইনআপের বিপক্ষে তাই জয়ের স্বপ্নটাই দেখছে আফগানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক থেকে মালামাল লুট করার সময় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

জাতিসংঘের কাছে সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরল জামায়াত

খুলনায় হাসিবুর হত্যায় ২১ ছাত্রলীগ নেতার যাবজ্জীবন

সফলতার সাথে টিসিএস আমস্টারডাম ম্যারাথন সম্পন্ন দৌড়বিদ ইমামুরের

সরকারের সুতোয় টান কোথায় থেকে আসছে জানতে চায় জনগণ : রিজভী

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

তামাকের ক্ষতিহ্রাস পণ্যের নিয়ন্ত্রণে যুক্তিসংগত নীতিমালা চায় বেন্ডস্টা

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭ ইসরায়েলি গ্রেপ্তার

১০

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৫ 

১১

বিএসআরএফ সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি

১২

‘আন্দোলনে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশের নির্দেশ’

১৩

বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক আইনের মামলা শুনানির নতুন তারিখ 

১৪

মুম্বাইতে শাকিব খান 

১৫

৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ / সালমান এফ রহমানের তথ্য চেয়ে ৬৩ ব্যাংকে দুদকের চিঠি

১৬

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

১৭

চলে গেলেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

১৮

পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৯

হাসিনার পদত্যাগপত্রের অবশ্যই ভূমিকা রয়েছে : ফরহাদ মজহার

২০
X