চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের প্রথম সেশন শেষে দুপক্ষই কিছুটা সন্তুষ্ট থাকতে পারে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে সফরকারী জিম্বাবুয়ের প্রাপ্তি যেখানে ৮৯ রান সেখানে টাইগারদের প্রাপ্তি জিম্বাবুয়ের ২ ওপেনারের উইকেট।
সোমবার (২৮ এপ্রিল) শুরুর দিকে িপ্রথম উইকেট তুলে নেন টেস্ট অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুর্বল শট খেলে ওপেনার ব্রায়ান বেনেটকে (২১) সাকিবের বলে ক্যাচ তুলে দেন উইকেটরক্ষক জাকের আলির হাতে। এরপর একটু জমে উঠেছিল জিম্বাবুয়ের ইনিংস। তবে বেন কারান (২১) চেষ্টা করেও বেশি দূর যেতে পারেননি, তাইজুল ইসলামের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরে যান।
এরপর থেকে অভিজ্ঞ শন উইলিয়ামস ও ফর্মে থাকা নিক ওয়েলচ হাল ধরে রেখেছেন। বিশেষ করে ওয়েলচ সাবলীল ব্যাটিং করে ৩২ রানে অপরাজিত রয়েছেন, মারিয়েছেন দুইটি চার ও দুইটি ছক্কা। উইলিয়ামস একটু সতর্ক মুডে আছেন, ৩৪ বলে করেছেন ৬ রান।
বাংলাদেশও নিজেদের চেষ্টা নিয়ে হতাশ নয়। বিশেষ করে স্পিনাররা ক্রমেই প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। তাইজুল ইসলাম ইতিমধ্যেই একটি উইকেট পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ এবং নাঈম হাসানও বল ঘোরাতে শুরু করেছেন, যা দ্বিতীয় সেশনে বাংলাদেশের জন্য বাড়তি সুযোগ এনে দিতে পারে।
প্রথম সেশনের শেষে জিম্বাবুয়ের স্কোর:
২৮ ওভারে ৮৯/২
অপরাজিত ব্যাটসম্যান: নিক ওয়েলচ (৩২*), শন উইলিয়ামস (৬*)
উইকেটপ্রাপ্ত বোলার:
তানজিম হাসান সাকিব ৭ ওভারে ৩৬ রানে ১ উইকেট
তাইজুল ইসলাম ৫ ওভারে ১১ রানে ১ উইকেট
মন্তব্য করুন