সিলেট টেস্টে ভরাডুবির পর এবার বাংলাদেশ দল মাঠে নেমেছে চট্টগ্রামে। নাজমুল হোসেন শান্তর দলের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ এটি। তবে এই ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। সকাল ৯টা ৩০ মিনিটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
এই ম্যাচের জন্য দলে কিছু পরিবর্তন এনেছে দুই দলই। বাংলাদেশ করেছে তিনটি পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয় ও নাঈম হাসান। আর অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা ও খালেদ আহমেদ। এছাড়া জিম্বাবুয়ে দুইটি পরিবর্তন করেছে। দলে ঢুকেছেন ভিনসেন্ট মাসেকেসা, যাঁর এটি টেস্ট অভিষেক, এবং উইকেটকিপার তাফাদজওয়া সিগা। জায়গা হারিয়েছেন ভিক্টর ন্যাউচি ও নিআশা মায়াভো।
বাংলাদেশের একাদশ: ১. এনামুল হক বিজয়, ২. সাদমান ইসলাম, ৩. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৪. মুমিনুল হক, ৫. মুশফিকুর রহিম, ৬. মেহেদী হাসান মিরাজ, ৭. জাকের আলি (উইকেটকিপার), ৮. তাইজুল ইসলাম, ৯. হাসান মাহমুদ, ১০. নাঈম হাসান, ১১. তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ের একাদশ: ১. বেন কারান, ২. ব্রায়ান বেনেট, ৩. নিকোলাস ওয়েলচ, ৪. শন উইলিয়ামস, ৫. ক্রেইগ আরভিন (অধিনায়ক), ৬. ওয়েসলি মাধেভেরে, ৭. তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ৮. ওয়েলিংটন মাসাকাদজা, ৯. রিচার্ড নাগারাভা, ১০. ব্লেসিং মুজারাবানি, ১১. ভিনসেন্ট মাসেকেসা।
মন্তব্য করুন