শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে সকাল ১১টার দিকে তামিম ইকবাল স্টেডিয়ামে প্রবেশ করার পর থেকে একে একে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাঈম শেখসহ আরও বেশ কয়েকজন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ।
সকালে একাডেমি ভবনে নিজেদের মধ্যে আলোচনায় বসেন ক্রিকেটাররা। দীর্ঘ সময় ধরে চলা এই সভার পর নামাজের বিরতির পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি বৈঠকে বসছেন ক্রিকেটারদের সঙ্গে। সেখানে উপস্থিত থাকবেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।
এর আগে তামিম ইকবালের আহ্বানে মিরপুরে আসেন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা।
গুঞ্জন রয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময়ে তাওহীদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে মুখ খুলতে পারেন তামিম ইকবাল। উল্লেখ্য, অসুস্থতার কারণে মাঠের বাইরে থাকার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন দেশের এই অভিজ্ঞ ওপেনার।
মন্তব্য করুন