স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পহেলগামের হামলার পর ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইয়ের কী হবে?

ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য কি আর দেখা যাবে? ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য কি আর দেখা যাবে? ছবি : সংগৃহীত

পহেলগামে সম্প্রতি সংঘটিত জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। গুঞ্জন রয়েছে, ভবিষ্যতের আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তান যেন একই গ্রুপে না পড়ে—এই মর্মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসিকে চিঠি দিয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে রয়েছে বিভ্রান্তি।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ইতোমধ্যেই স্পষ্ট করেছেন, এই বিষয়ে সরকার যা বলবে, বোর্ড সেটাই অনুসরণ করবে। বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এমন চিঠি পাঠানোর খবর তার জানা নেই। বর্তমান পরিস্থিতিতে বোর্ড জাতীয় আবেগকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, তবে এমন কোনো চিঠি আদৌ পাঠানো হয়েছে কি না, তার নির্ভরযোগ্য প্রমাণ নেই।

প্রসঙ্গত, সামনে বড় কোনো আইসিসি ইভেন্ট নেই। পরবর্তী আন্তর্জাতিক আসর হলো সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য নারীদের ওডিআই বিশ্বকাপ। এই আট দলের রাউন্ড-রবিন ফর্ম্যাটের টুর্নামেন্টে পাকিস্তান খেলবে একটি নিরপেক্ষ ভেন্যুতে, যা নির্ধারণ করবে বিসিসিআই। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।

এর আগে, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে পুরুষদের এশিয়া কাপ। এটিও বিসিসিআইয়ের তত্ত্বাবধানে হলেও আয়োজক দেশ নিরপেক্ষ হবে। টুর্নামেন্টটি দুবাই না শ্রীলঙ্কায় হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে মূল প্রশ্ন টুর্নামেন্টের গ্রুপিং নিয়ে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চারটি আসরের জন্য প্রায় ১৭০ মিলিয়ন ডলারের মিডিয়া স্বত্ব বিক্রি করেছে, যার ভিত্তি মূলত ভারত-পাকিস্তান ম্যাচের জনপ্রিয়তা। প্রতিটি আসরে অন্তত দুইটি ভারত-পাকিস্তান ম্যাচ এবং সম্ভব হলে ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে এই চুক্তি। ২০২৫ সালের আসরের মিডিয়া মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৩৮ মিলিয়ন ডলার।

২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে ছিল। তারা একবার গ্রুপ পর্বে এবং একবার সুপার ফোরে মুখোমুখি হয়। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পাকিস্তান ফাইনালে উঠতে ব্যর্থ হলেও ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও গ্রুপিং এখনও ঘোষণা করা হয়নি। প্রাথমিকভাবে ড্র মে মাসে হওয়ার কথা থাকলেও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে তা পেছানো হতে পারে। সবকিছু নির্ভর করছে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তাপ কমে আসার ওপর।

এই রাজনৈতিক অস্থিরতা যদি দীর্ঘায়িত হয়, তাহলে কেবল গ্রুপিং নয়—উভয় দেশের অংশগ্রহণ নিয়েও দেখা দিতে পারে জটিলতা। ফলে ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখা যাবে কি না, সেটিই এখন কোটি টাকার প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটারদের চাপে শাস্তি স্থগিত হৃদয়ের

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন আবারও বাঘা শরীফ

আগুনে পুড়ে গেল কোটি টাকার পান

যুদ্ধে গেলেই মিলবে নগদ বোনাস, বাড়তি বেতন ও সুদমুক্ত ঋণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

দুবাইয়ে সোনা কেনার অপূর্ব সুযোগ

জনদুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে : বুলবুল

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

মৌলিক সংস্কার না হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে : গাজী আতাউর 

১০

এনসিপি নেতাকে মারধর, ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেপ্তার 

১১

হৃদয়কে আবার শাস্তি দেওয়ার সিদ্ধান্তকে হাস্যকর বললেন তামিম

১২

আ.লীগ নেতাদের ওপর ক্ষোভ ঝাড়লেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৩

বিএনপি নেতার মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোকবার্তা

১৪

বাসে আগুনের দায় আন্দোলনকারীদের ওপর চাপাতে চেয়েছিলেন শ্রমিক লীগ নেতা

১৫

সামরিক শক্তিতে কে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান?

১৬

অন্যায় প্রতিহতের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে : মুজিবুর রহমান

১৭

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন কমিটি 

১৮

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪২

১৯

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

২০
X