টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন মুমিনুল হক। টাইগারদের হয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখন নিজের করে নিলেন তিনি। সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্টে নাহিদ রানার বলে বেন কারানের ক্যাচ নিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন ৪১ ক্যাচের মাইলফলক, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন মেহেদী হাসান মিরাজকে।
২০১৩ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা মুমিনুল এখন পর্যন্ত ৭০ টেস্টে ১২১ ইনিংসে ৪১টি ক্যাচ নিয়েছেন। সবচেয়ে বেশি তিনটি ক্যাচ তিনি নিয়েছেন এক ইনিংসে। তার ক্যাচ নেওয়ার গড় ০.৩৩৮ হলেও ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে খেলার সুবাদে তিনিই এখন শীর্ষে।
পূর্ববর্তী তালিকায় মেহেদী হাসান মিরাজ ছিলেন শীর্ষে, যিনি ৫২ টেস্টের ৯৪ ইনিংসে ৪০টি ক্যাচ নিয়েছেন। তার ক্যাচ নেওয়ার গড় ছিল ০.৪২৫। তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ, যার ক্যাচ সংখ্যা ৩৮।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ইমরুল কায়েস (৩০ ক্যাচ) এবং সাকিব আল হাসান (২৯ ক্যাচ)। এছাড়া সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ৩৪ টেস্টে ২৮ ক্যাচ নিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফিল্ডিং লাইনআপে নির্ভরযোগ্য একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মুমিনুল হক। রেকর্ডটি এখন তার নামের পাশে যুক্ত হওয়ায় এটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম অর্জন হয়ে থাকবে।
মন্তব্য করুন