দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বোশকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ মৌসুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএল খেলার সিদ্ধান্ত নেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে।
বোশকে জানুয়ারিতে পেশোয়ার জালমির হয়ে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে নেওয়া হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে আইপিএলে লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে ডাক দেয়।
বোশ তার সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আমি আমার সিদ্ধান্তের জন্য দুঃখিত। পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং আমি বুঝতে পারছি, আমার এই সিদ্ধান্ত পেশোয়ার জালমির সমর্থক ও পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি শাস্তি মেনে নিচ্ছি। এটি আমার জন্য কঠিন শিক্ষা হলেও, আমি ভবিষ্যতে নতুন মনোভাব ও দায়বদ্ধতা নিয়ে পিএসএলে ফিরতে চাই।’
বোশের নিষেধাজ্ঞা ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়দের টুর্নামেন্ট বেছে নেওয়ার সময় দ্বিধা তৈরি করতে পারে। অন্যদিকে, পিএসএল তার ভাবমূর্তি ধরে রাখতে খেলোয়াড়দের প্রতি কঠোর অবস্থান নিয়েছে বলে এটা স্পষ্ট।
মন্তব্য করুন