জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি গড়াবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
এই দলে জায়গা পাননি দলের নিয়মিত পেসার তাসকিন আহমেদ। বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, বাম অ্যাকিলিস টেনডনের চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন তাসকিন। ফলে এই সিরিজে পাওয়া যাচ্ছে না তাকে।
এদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ইতোমধ্যে ২২ বছর বয়সী এই ডানহাতি বোলার দেশের হয়ে ২৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেললেও সাদা পোশাকে এখনো অভিষেক হয়নি।
ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসানের মতো নিয়মিত মুখরা। ফেরানো হয়েছে ওপেনার শাদমান ইসলামকেও।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড (প্রথম ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব
মন্তব্য করুন