বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমস প্যামেন্ট। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের ফিল্ডিংয়ের খুঁটিনাটি দেখভাল করবেন ইংলিশ বংশোদ্ভূত এই কিউই কোচ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্যামেন্টের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। আইপিএলের দল মুম্বাই ইন্ডিজের সঙ্গে সাত বছর কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছিলেন তিনি। এ ছাড়াও নিউজিল্যান্ডে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের দলগুলোর হেড কোচ, হাইপারফরম্যান্স (এইচপি) কোচ হিসেবেও লম্বা সময় দায়িত্ব পালন করেছিলেন তিনি। নিক পোথাসের জায়গায় বিসিবিতে যোগ দেবেন তিনি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা প্যামেন্টের।
বাংলাদেশের সঙ্গে কাজ করতে উচ্ছ্বাসিত প্যামেন্ট বলেছেন, ‘খুব প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
মন্তব্য করুন