ইসরায়েলের নির্যাতনের মুখে ধুঁকতে থাকা ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন এখন এক মৃত্যুকূপ। নারী-শিশু নির্বিশেষে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে নানা আন্দোলন, প্রতিবাদ আর সংহতির ঢেউ উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াবিদরাও। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
রোববার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা।’ সঙ্গে দিয়েছেন দুটি হ্যাশট্যাগ— #prayforGaza ও #FreePalestine।
জাতীয় ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফীর এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন ও শেয়ার করেন বার্তাটি।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লক্ষাধিক। গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে নতুন করে প্রাণহানির সংখ্যা বাড়ছে।
এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির পাশাপাশি গাজাবাসীর প্রতি সংহতি জানাতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা জোরদার হয়েছে। বাংলাদেশেও তার প্রভাব স্পষ্ট, যেখানে মাহমুদউল্লাহ রিয়াদও সম্প্রতি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছেন।
মন্তব্য করুন