প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন। তার চোখে এখন শুধুই স্বপ্ন—নিজেকে প্রমাণের, দলকে জেতানোর, আর সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়নের মেডেল নিয়ে দেশে ফেরার।
পিএসএলের দশম আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। এরইমধ্যে বিসিবি থেকে পেয়েছেন আনুষ্ঠানিক ছাড়পত্র। শনিবার (০৫ এপ্রিল) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ প্রকাশ করলেন নিজের লক্ষ্য—চ্যাম্পিয়ন হওয়ার।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পেয়েছি। পাকিস্তানে যাচ্ছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে চাই।’
নিজের দল বা পরিকল্পনা নিয়ে এখনো বিস্তারিত কিছু হয়নি জানিয়ে রিশাদ বলেন, ‘এখনো দলের সঙ্গে খুব একটা আলোচনা হয়নি। শুধু হাই-হ্যালো হয়েছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, দলের প্রয়োজন মতো পারফর্ম করাই আমার মূল লক্ষ্য। কন্ডিশন নিয়ে এখন খুব বেশি ভাবছি না।’
এবারের আসরে তিন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন তিন ভিন্ন দলে। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে আর লিটন দাস মাঠে নামবেন করাচি কিংসের হয়ে। রিশাদের মতোই তারাও পিএসএলকে দেখছেন নিজেদের সামর্থ্য দেখানোর বড় এক মঞ্চ হিসেবে।
বাংলাদেশি তরুণদের পিএসএলে অংশগ্রহণ কেবল ব্যক্তিগত অর্জনের নয়, বরং দেশের ক্রিকেটের জন্যও বড় এক ইতিবাচক ইঙ্গিত। এখন দেখার পালা, রিশাদরা কতটা আলো ছড়াতে পারেন আন্তর্জাতিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
মন্তব্য করুন