বাংলাদেশ ক্রিকেটের তারকা ওপেনার তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া ফেলেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। তার দ্রুত সুস্থতার জন্য ক্রীড়াঙ্গনের নানা মহল থেকে দোয়া করা হচ্ছে, বাদ যাননি জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও।
ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে শিলংয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তবে মাঠের অনুশীলনের ফাঁকেই জাতীয় দলের খেলোয়াড় জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা তামিমের সুস্থতা কামনা করে দোয়া করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।‘
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে ওষুধ নিলেও অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রথমে সিদ্ধান্ত হয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর, কিন্তু ডাক্তারদের পরামর্শে দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে এবং দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়। বর্তমানে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তামিম ইকবালের এই কঠিন সময়ে তার ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের প্রতিটি স্তর প্রার্থনায় মগ্ন। জাতীয় দলের ফুটবলারদের পাশাপাশি সাধারণ মানুষও তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, তামিম কবে আবার স্বাভাবিক জীবনে ফিরবেন।
মন্তব্য করুন