পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দি। তবে তার প্রতি সমর্থন জানিয়ে বড় শাস্তির মুখে পড়েছেন দেশটির উদীয়মান ক্রিকেটার আমের জামাল। টেস্ট ক্যাপে ‘৮০৪’ লিখে মাঠে নামায় তাকে বিশাল অঙ্কের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেবল জামালই নন, দলের আরও কয়েকজন ক্রিকেটার বোর্ডের নিয়ম ভাঙায় শাস্তির মুখোমুখি হয়েছেন।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমের জামালকে ১৪ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ইমরান খানের টেস্ট ক্যাপ নম্বর ‘৮০৪’ লিখে তার প্রতি সংহতি জানিয়েছেন। তবে পিসিবি এমন রাজনৈতিক বার্তা প্রচারকে নিয়মবহির্ভূত মনে করে কঠোর পদক্ষেপ নিয়েছে।
পিসিবির নিয়ম ভঙ্গের দায়ে শুধু আমের জামাল নন, দলের সহ-অধিনায়ক সালমান আলী আগা, ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিককেও মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে। অস্ট্রেলিয়া সফরে নির্ধারিত সময়ের পর হোটেলে ফেরায় তাদের ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়।
দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। লেফট-আর্ম স্পিনার সুফিয়ান মোকিম, পেসার আব্বাস আফ্রিদি ও ব্যাটার উসমান খান নির্ধারিত সময়ের চেয়ে মাত্র দুই মিনিট দেরি করে হোটেলে ফিরলেও তাদের ২০০ ডলার করে জরিমানা করা হয়। তবে পাকিস্তানের ঐতিহাসিক ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সেই অর্থ ফেরত দেওয়া হয়।
পিসিবির নিয়ম অনুযায়ী, মাঠে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত বার্তা প্রকাশ করা যায় না। এ নিয়ম ভাঙার দায়ে আমের জামালকে শাস্তির মুখে পড়তে হয়েছে। শুধু জরিমানাই নয়, শোনা যাচ্ছে, এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাকে রাখা হয়নি। বোর্ডের কড়া মনোভাবের কারণে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।
খেলার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি পাকিস্তান ক্রিকেটে প্রশাসনিক সংকটও চরমে পৌঁছেছে। বারবার অধিনায়ক বদল ও বোর্ডের সিদ্ধান্তহীনতায় দলের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ডেই বাজেভাবে বিদায় নেয় পাকিস্তান। ভারতের বিপক্ষে পরাজয়ের পর নিউজিল্যান্ডের কাছেও হেরে তারা গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করে। এমন লজ্জাজনক পারফরম্যান্সের কারণে পিসিবি ও ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
মন্তব্য করুন