আফগানিস্তানের তারকা ব্যাটার হযরতউল্লাহ জাজাইয়ের দুই বছরের কন্যা সন্তানের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন তারই সতীর্থ করিম জানাত, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে সকলকে জাজাই ও তার পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।
‘আমার ভাইসম বন্ধু হযরতউল্লাহ জাজাই তার কন্যাকে হারিয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সবাই দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন,’— লিখেছেন করিম জানাত।
এই হৃদয়বিদারক সংবাদ ছড়িয়ে পড়ার পর ক্রিকেট মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আফগানিস্তানসহ গোটা বিশ্ব থেকে ক্রিকেটার, ভক্ত ও বিশিষ্টজনরা শোক প্রকাশ করছেন এবং জাজাইয়ের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন।
হযরতউল্লাহ জাজাই ২০১৬ সালে আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক করেন। তিনি ১৬টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে তিনি যথাক্রমে ৩৬১ ও ১১৬০ রান সংগ্রহ করেছেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটেই তিনি সবচেয়ে বেশি আলোচিত হন। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হন।
২০২৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন জাজাই। তবে আজ ক্রিকেট নয়, ব্যক্তিগত জীবনের এক গভীর শোকের অধ্যায়ের মুখোমুখি তিনি।
মন্তব্য করুন