দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ অবশেষে অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে তিন ম্যাচের এই সিরিজ আয়োজনের ব্যাপারে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (ACB) সঙ্গে সিরিজ আয়োজনের বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছি। রমজানের পর বিস্তারিত আলোচনা করে সিরিজ চূড়ান্ত করব। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এফটিপি অনুযায়ী অক্টোবর ২-১২ এর মধ্যে একটি উইন্ডো রয়েছে, যেখানে এই সিরিজ আয়োজন করা হতে পারে। দুই বোর্ডের আলোচনা শেষ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিসিবি ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ দেখিয়ে সিরিজ স্থগিত করে। এরপর আফগানিস্তান বোর্ড জুলাই-আগস্টে ভারতের গ্রেটার নয়ডায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দেয়, কিন্তু ভারতের আবহাওয়া অনুকূলে না থাকায় বিসিবি সেটিও বাতিল করে।
শেষ পর্যন্ত ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। এবার টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করতে চায় দুই বোর্ড।
টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও দুই বোর্ড আগে স্থগিত হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সেটি দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন