বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে ব্যাপারটা চমকপ্রদ নয়, কারণ ফেব্রুয়ারির পর থেকেই তিনি নিজে চুক্তির বাইরে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এর মানে কি তিনি অবসরের পথে? ক্রিকেট পাড়ায় গুঞ্জন তেমনই। মাহমুদউল্লাহ আগেই টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন, এবার কি ওয়ানডেতেও পর্দা নামাতে যাচ্ছেন?
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এই বিষয়ে বলেন, ‘সে নিজেই চুক্তির বাইরে থাকতে চেয়েছে, তাই বুঝাই যাচ্ছে অবসর নিয়ে চিন্তাভাবনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
এদিকে, মুশফিকুর রহিমও সম্প্রতি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তার জন্য বিসিবি ‘এ’ ক্যাটাগরির চুক্তি রেখেছিল, কিন্তু এখন সেটি নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হবে। অন্যদিকে, তাসকিন আহমেদই একমাত্র খেলোয়াড়, যিনি ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন, যিনি পাবেন সর্বোচ্চ বেতন ১০ লাখ টাকা।
মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে তিনি আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত ধোঁয়াশা থেকেই যাচ্ছে!
মন্তব্য করুন