টস ভাগ্য যেন একেবারেই সহায় হচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। এর আগেরে টানা ১১ ম্যাচের মতো দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে আবারও টস হারালেন তিনি। এই পরিসংখ্যান তাকে নিয়ে গেছে ইতিহাসের অন্যতম বড় এক অনাকাঙ্খিত রেকর্ডের কাতারে।
ওয়ানডে ক্রিকেটে টানা সবচেয়ে বেশি টস হারার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে রোহিত শর্মা। তার সঙ্গীও অবশ্য বিখ্যাত একজনই। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ব্রায়ান লারা!
ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি টস হারার রেকর্ড
শুধু রোহিত নন, ভারতীয় দলও টস ভাগ্যে দীর্ঘদিন ধরে দুঃসময় পার করছে। এটি ভারতের টানা ১৫তম ওয়ানডে ম্যাচ যেখানে তারা টস হেরেছে, যার মধ্যে ১২ বার অধিনায়ক ছিলেন রোহিত।
টস হারার পর রোহিত অবশ্য তেমন হতাশা দেখাননি। তিনি বলেন, ‘টস তো নিয়ন্ত্রণ করা যায় না, তাই এটা নিয়ে ভাবছি না। ম্যাচে আমাদের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে টস জেতার গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে ভালো উইকেটে আগে ব্যাটিং কিংবা বোলিংয়ের সুবিধা নেওয়ার জন্য। রোহিতের এই দুর্ভাগ্য ভোগায় কি না সেটাই দেখার বিষয়!
মন্তব্য করুন