জাতীয় দলে তার আবেদন এখনো অটুট। কিন্তু ইনজুরির থাবা যেন মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের গতি রোধ করছে বারবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলার মতো পারফরম্যান্স করতে না পারলেও এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন উদ্যমে ফিরতে চেয়েছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। কিন্তু পুরোনো চোট তাকে আবারও মাঠের বাইরে পাঠিয়ে দিল।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান লাগে মাহমুদউল্লাহর। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে না পারলেও পরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন। কিন্তু সেখানেও ছন্দহীন পারফরম্যান্স—৭ রানে আউট এবং এক সহজ ক্যাচ ফসকানো। এরপর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও ম্যাচটাই ভেসে যায় বৃষ্টিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএলে খেলতে নেমেছিলেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচেই ব্যাট হাতে করেছিলেন মাত্র ১০ রান। কিন্তু এরপরই আসে নতুন ধাক্কা—পুরোনো ইনজুরি ফিরে আসে আরও জটিল হয়ে। মোহামেডানের দ্বিতীয় ম্যাচে তাই তাকে মাঠে দেখা যায়নি।
মোহামেডান দলের সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, মাঠে ফিরতে ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে মাহমুদউল্লাহর। তবে এটি নির্ভর করছে তার ফিটনেস পুনরুদ্ধারের ওপর। প্রয়োজন হলে বিশ্রামের সময়সীমা আরও বাড়তে পারে।
জাতীয় দলের এই নির্ভরযোগ্য পারফর্মারের ইনজুরি ফেরার লড়াইটা এবার কতটা কঠিন হয়, সেটাই এখন দেখার বিষয়!
মন্তব্য করুন