স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২০ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বিতর্কিত কাণ্ড, আইসিসিকে পাকিস্তানের চিঠি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত, যাতে ক্ষুদ্ধ পিসিবি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত, যাতে ক্ষুদ্ধ পিসিবি। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক! এবার জাতীয় সংগীত নিয়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামে ভুলবশত বাজিয়ে দেওয়া হয় ভারতের জাতীয় সংগীতের অংশ, যা মুহূর্তেই বিতর্কের ঝড় তোলে। হতবাক দর্শকরা, ক্ষুব্ধ পিসিবি—অবশেষে পুরো বিষয়টির ব্যাখ্যা চেয়ে সরাসরি আইসিসিকে চিঠি পাঠিয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এক হাই-ভোল্টেজ ম্যাচ, মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত বাজানোর কথা। কিন্তু তখনই ঘটে বিপত্তি—ইংল্যান্ডের ‘গড সেভ দ্য কিং’-এর বদলে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীতের অংশ! যদিও কয়েক সেকেন্ড পরেই ভুলটি সংশোধন করা হয়, ততক্ষণে তা ক্যামেরায় ধরা পড়ে, আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, এমন বিতর্কিত ভুল নিছক প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং এটি ‘অপরিকল্পিত’ হলে অবাক হওয়ার কিছু নেই।

এই বিভ্রাটে ক্ষুব্ধ পিসিবি। আইসিসিকে পাঠানো চিঠিতে তারা স্পষ্ট করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় সংগীত বাজানোর দায়িত্ব আইসিসিরই মনোনীত পরিচালকদের ওপর বর্তায়। সেক্ষেত্রে, যখন ভারতের কোনো ম্যাচই পাকিস্তানে হচ্ছে না, তখন কীভাবে তাদের জাতীয় সংগীতের অংশ তালিকায় অন্তর্ভুক্ত হলো?

পিসিবির এক সূত্র জানিয়েছে, ‘এটা বোঝা কঠিন, যেখানে ভারতের দল পাকিস্তানে খেলছেই না, সেখানে তাদের জাতীয় সংগীতের অংশ বাজানোর সুযোগই বা আসে কোথা থেকে? আইসিসির এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত।’

এর আগে সম্প্রচার বিভ্রাট নিয়েও আইসিসির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল পিসিবি। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় সম্প্রচারের স্ক্রিনে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজনকারী হিসেবে পাকিস্তানের নামের লোগো দেখা যায়নি। প্রথমে আইসিসি একে ‘ত্রুটি’ বলে ব্যাখ্যা দিলেও পরে বিষয়টি স্বীকার করে নেয় এবং পরবর্তী ম্যাচগুলোতে মূল লোগো ব্যবহারের প্রতিশ্রুতি দেয়।

এই ঘটনার পেছনে আরও বড় এক বাস্তবতা লুকিয়ে আছে। ভারতের সরকারিক নিয়ন্ত্রণের কারণে বিসিসিআই ইতিমধ্যেই পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। দীর্ঘ আলোচনার পর ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু সেই প্রেক্ষাপটেই পাকিস্তানে ভারতের জাতীয় সংগীত বাজানোকে পিসিবি নিছক 'ভুল' হিসেবে মানতে নারাজ।

ক্রিকেট কূটনীতির ময়দানে ভারত-পাকিস্তানের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, আইসিসি কী ব্যাখ্যা দেয় এবং এই ঘটনা পাকিস্তানের আয়োজক মর্যাদার ওপর কোনো প্রভাব ফেলে কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফটির পর মুমিনুলেরও বিদায়, চাপে বাংলাদেশ

ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ছাত্রদলের

সুনামগঞ্জে সড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু

বিজিবির বাধায় মাটি কাটা বন্ধ করল বিএসএফ

অনলাইন ক্যাসিনো আসক্তি থেকে যুবকের আত্মহত্যা

আ.লীগের মিছিল নিয়ে রাশেদ খানের স্ট্যাটাস

কাভার্ডভ্যান চুরি করে ভাঙারি হিসেবে বিক্রি, গ্রেপ্তার ৩

নসরুল হামিদের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ

বাবর-রিজওয়ানদের জন্য আবারও নতুন কোচের সন্ধানে পিসিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি ইরান!

১০

পলিটেকনিক শিক্ষার্থীদের আলটিমেটাম

১১

ধর্ষণের পর বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

১২

সরকারি প্রতিষ্ঠানগুলো তেলাপোকা-কৃমি-কেঁচোতে আক্রান্ত : ব্যারিস্টার ফুয়াদ 

১৩

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

১৪

‘হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে’

১৫

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

১৬

আনন্দ-উল্লাসে আবুধাবিতে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

জ্বালানি খাতে ২৯ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছে সরকার

১৮

নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

১৯

খুলনায় আ.লী‌গের ঝটিকা মিছিল, নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

২০
X