স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার

শতকের পর ইংলিস। ছবি : সংগৃহীত
শতকের পর ইংলিস। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জশ ইংলিস চ্যাম্পিয়ন্স ট্রফির এক ঐতিহাসিক রাতে ব্যাট হাতে ঝড় তুললেন! মাত্র ৭৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড ছুঁলেন তিনি। তার এই রেকর্ডগড়া ইনিংসই শেষ পর্যন্ত ভেস্তে দিলো বেন ডাকেটের মহাকাব্যিক ১৬৫ রানের ইনিংসকে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

ইংল্যান্ডের ৩৫১ রানের বিশাল সংগ্রহ সত্ত্বেও, ইংলিস ও অ্যালেক্স ক্যারির ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়া ৫ উইকেট হাতে রেখেই ৪৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জিতল অজিরা।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল কাণ্ডারি ছিলেন বেন ডাকেট। ১৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি নতুন রেকর্ড গড়েন। তার সঙ্গে জো রুটের ৬৮ রানের কার্যকরী ইনিংসে ইংল্যান্ড বিশাল স্কোর দাঁড় করায়। তবে এই রানকেও যথেষ্ট মনে হয়নি, কারণ তাদের বোলাররা ইংলিস-ক্যারির বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে।

৩৫২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জফরা আর্চারের সুইং বোলিংয়ে ট্রাভিস হেড ৪ রানেই ফেরেন। এরপর মার্ক উডের আগুনে গতিতে কাঁপে অজির ব্যাটিং লাইনআপ। উডের ১৫০ কিমি/ঘণ্টার গতির বাউন্সারে স্টিভ স্মিথ (১৭) ক্যাচ তুলে দিলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

কিন্তু মার্নাস লাবুশেন ও ম্যাথিউ শর্টের ৭৬ রানের জুটি দলকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে। শর্ট হাফ-সেঞ্চুরি তুলে নিলেও আদিল রশিদের ঘূর্ণিতে লাবুশেন (৪২) বিদায় নেন। এরপর শর্টও লিভিংস্টোনের বলে ৬৩ রান করে আউট হলে ম্যাচ আবার ইংল্যান্ডের দিকে ঝুঁকে যায়।

অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় মোড় ঘোরানো মুহূর্ত আসে ইংলিস ও অ্যালেক্স ক্যারির জুটিতে। তারা ইংল্যান্ডের স্পিনারদের দারুণভাবে সামলান এবং বোলারদের উপর চড়াও হতে শুরু করেন। লিভিংস্টোন ও কার্সের ওভারগুলোতে আক্রমণ করে দ্রুত রান বাড়ান দুজন।

ইংলিস মাত্র ৭৭ বলে তার ঐতিহাসিক সেঞ্চুরি পূর্ণ করেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্রুততম শতক। ক্যারিও দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৩৮তম ওভারে ফিফটি তুলে নেন। ক্যারি আউট হওয়ার পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, যিনি মাত্র ১৫ বলে ৩২* রানের বিধ্বংসী ইনিংস খেলে ১৫ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৫১/৮ (৫০ ওভার) [বেন ডাকেট ১৬৫, জো রুট ৬৮; বেন দ্বারশুইস ৩/৬৬]

অস্ট্রেলিয়া: ৩৫৬/৫ (৪৭.৩ ওভার) [জশ ইংলিস ১২০*, অ্যালেক্স ক্যারি ৬৯, ম্যাথিউ শর্ট ৬৩; আদিল রশিদ ১/৪৭]

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে কি

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

১০

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

১১

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১২

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১৩

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১৪

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৫

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৬

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৭

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৮

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৯

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

২০
X