আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দামামা বেজে গেছে। এরইমধ্যে এক ম্যাচও হয়ে গেছে, তবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আসর শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ এশিয়ার পরাশক্তি ভারত। গ্রুপ এ’র প্রথম ম্যাচে ৩টায় মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের প্রস্তুতি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। শেষবার দুই দল যখন ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল, ২০২২ সালে, বাংলাদেশ সিরিজ জিতেছিল। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে টাইগাররা। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে একাদশ, যেখানে গতি দানব নাহিদ রানাকে বাইরে রেখে জায়গা দেওয়া হয়েছে তানজিম সাকিবকে। এছাড়াও ইনজুরিতে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদও।
অন্যদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, তিনি টস জিতলে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিতেন। কারণ, সন্ধ্যার পর ব্যাটিং সহজ হয়ে যায় বলে তাদের অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় একাদশেও কিছু পরিবর্তন এসেছে—দলে ফিরেছেন কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি, বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং।
দুই দলের একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি।
বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
দুবাইয়ের পিচ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। লং অন এবং লং অফের দিকে বাউন্ডারি ৮২ মিটার, যা ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে স্কয়ার বাউন্ডারির একদিকে ৭৪ মিটার, অন্যদিকে ৬২ মিটার, যেখানে ছোট বাউন্ডারি মারার সুযোগ থাকবে। উইকেট ফ্রেশ থাকলেও পুরো আইএলটি২০ টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে, তাই একটু শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এখনো পর্যন্ত এই বছরে কোনো শিশির পড়েনি, তাই ব্যাটিং-বোলিং সমানভাবে প্রভাব ফেলতে পারে। বড় রান না হওয়ার সম্ভাবনাই বেশি, ফলে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুবিধা থাকতে পারে।
মন্তব্য করুন