বাংলাদেশ-ভারতের ওয়ানডে লড়াই মানেই রোমাঞ্চের ছড়াছড়ি। তবে এবারের লড়াইয়ে দল গঠনের পার্থক্য যেন বেশ স্পষ্ট। পেসারদের ওপর ভরসা রেখে বাংলাদেশ নামছে এক ঝাঁক তরুণ তুর্কিকে নিয়ে, অন্যদিকে ভারত যাচ্ছে অভিজ্ঞ ব্যাটিং অর্ডার এবং সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর নির্ভর করে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের ম্যাচ একাদশে জায়গা পাওয়ার কথা নয় ঋষভ পান্তের, যদিও অনুশীলনে হাঁটুর চোটই তাকে অস্বস্তিতে ফেলেছিল। বরং কেএল রাহুল উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন বলে ভারতীয় মিডিয়ার খবর। চোট কাটিয়ে ফিরলেও মোহাম্মদ শামির গতি আগের মতো ধারালো মনে হচ্ছে না, তবে তিনি জায়গা ধরে রাখবেন একাদশে। আর দ্বিতীয় পেসারের ভূমিকায় এগিয়ে আছেন আর্শদীপ সিং।
বাংলাদেশ শিবিরেও বড় চমক! দলে নেই অভিজ্ঞ দুই তারকা—সাকিব আল হাসান ও লিটন দাস। তবে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতা দলের মূল ভরসা। তরুণ তানজিদ হাসান এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তাই তার ওপর থাকবে বাড়তি প্রত্যাশা। অন্যদিকে, শক্তিশালী পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নতুন মুখ নাহিদ রানা। তবে পিচ কন্ডিশন দেখে বাংলাদেশ তিন স্পিনার নিয়েও নামতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং।
বাংলাদেশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।
ব্যাটিং বনাম পেস: কারা থাকবে এগিয়ে?
বাংলাদেশের আগ্রাসী পেস আক্রমণ কি ভারতীয় ব্যাটিং লাইনআপকে চাপে ফেলতে পারবে, নাকি রোহিত-গিল-কোহলির অভিজ্ঞতা প্রতিপক্ষকে ছাপিয়ে যাবে? উত্তরের জন্য অপেক্ষা আর কিছুক্ষণের!
মন্তব্য করুন