ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখে অনেকেই ভ্রু কুঁচকেছেন—দলে পাঁচজন স্পিনার! তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিয়েছেন, আসলে শুধুই স্পিনার নয়, দলে থাকা তিনজনই স্পিনিং অলরাউন্ডার, যারা ব্যাটিং-বোলিং দুটোতেই অবদান রাখতে পারেন। স্কোয়াড গঠনের পেছনের কৌশলও ব্যাখ্যা করেছেন তিনি।
‘দলে মাত্র দুইজন বিশেষজ্ঞ স্পিনার রয়েছে, বাকিরা অলরাউন্ডার। তারা ব্যাটিংও করতে পারে, বোলিংও করতে পারে। আমরা আমাদের শক্তির জায়গা অনুযায়ী দল সাজিয়েছি,’ দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বলেন রোহিত।
বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। তবে রোহিত মনে করিয়ে দিলেন, দলের স্পিন আক্রমণের মূল শক্তি আসলে অলরাউন্ডারদের কাছ থেকে আসবে। রবি জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা শুধু বল ঘোরানোর দায়িত্ব নেবেন না, ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আর ঠিক এ কারণেই ভারত স্কোয়াডে স্পিনিং অলরাউন্ডারদের গুরুত্ব দিয়েছে।
ভারতের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মোহাম্মদ শামি, সঙ্গে থাকবেন আর্শদীপ সিং ও তরুণ হার্শিত রানা। একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। অর্থাৎ, দলে অলরাউন্ডারদের আধিক্যই ভারতের মূল পরিকল্পনার অংশ।
রোহিতের মতে, ‘আমরা এমন ক্রিকেটার চাইছিলাম যারা একাধিক দক্ষতায় দলকে সাহায্য করতে পারে। দুই দক্ষতা থাকলে সেটা দলের জন্যই ভালো।’
আগামী বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। রোহিত ভালো করেই জানেন, এই ফরম্যাটে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। ‘প্রতিটি আইসিসি টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ, তবে এখানে সবকিছু ঠিকঠাক করতে হবে যদি আমরা শিরোপা হাতে তুলতে চাই,’ বলেন তিনি।
ভারতের এই স্পিন-নির্ভর দল কি চ্যাম্পিয়ন্স ট্রফির কন্ডিশনে সাফল্য পাবে? নাকি বাংলাদেশের বিপক্ষেই তাদের পরিকল্পনার প্রথম কঠিন পরীক্ষা হতে যাচ্ছে? উত্তরের জন্য অপেক্ষা আগামীকাল পর্যন্ত।
মন্তব্য করুন