স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করতে চায় ভারত’

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরলেন বিরাট কোহলি। ২০১৭ সালের সেই বেদনার রাত এখনও তার মনে গেঁথে আছে—ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে হাতছাড়া হয়েছিল শিরোপা। এবার আর ভুল করতে চান না ভারতের তারকা ব্যাটার। আগামীকাল বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে ভারত, আর কোহলি জানেন, এই ম্যাচই তাদের আসরে টিকে থাকার বড় চ্যালেঞ্জ হতে পারে।

‘আমি সবসময় এই টুর্নামেন্টটি উপভোগ করেছি, কারণ এখানে খেলতে হলে আপনাকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই কঠিন হয়। আর এবারও চাপে থাকবো, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট অনেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই। এখানে ৩-৪টা ম্যাচেই সবকিছু নির্ধারিত হয়ে যায়, তাই শুরুটা ভালো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ কোহলি স্টার স্পোর্টসকে বলেন।

আইসিসির যেকোন আসরে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি ২০০৭ বিশ্বকাপে, যেখানে তরুণ তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দুর্দান্ত পারফর্ম করে ভারতকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছিল। সেই স্মৃতি এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। যদিও এরপর আইসিসির মঞ্চে ভারত সবসময়ই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে থেকেছে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তারা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। তারুণ্যনির্ভর পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার ভারতকে আরেকবার হতাশ করতে পারে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

বাংলাদেশ দলের প্রধান শক্তি এবার তাদের পেস আক্রমণ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও উদীয়মান নাহিদ রানার গতি ও সুইং ভারতের ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। শান্তর মতে, ‘আমাদের পেস বোলিং ইউনিট গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। রাতে বল সুইং করলে, ভালো লেন্থে বোলিং করতে পারলে আমরা ভারতকে চাপে ফেলতে পারবো।’

এদিকে ভারতের মিডল অর্ডারে ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও, কোহলির ফর্ম তাদের বড় ভরসা। তবে বাংলাদেশের বোলারদের পরিকল্পনায় তিনি নিশ্চয়ই থাকবেন সবচেয়ে বেশি। কোহলি নিজেও জানেন, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ, তাই প্রথম ম্যাচ থেকেই সেরা পারফরম্যান্স দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে বিএনপির দুপক্ষের হাতাহাতি, ছুরিকাঘাতে আহত ২

সোনিয়া গান্ধী হাসপাতালে

ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের শহীদুলকে ছুরিকাঘাত

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ২২ মরদেহ

২০ লাখে ‘শ্বশুর আব্বার টি-স্টল’

মেসির অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে রেফারি

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আওয়ামী সরকারের উৎখাতের কারণ জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে

তেল আবিবে ৩ বাসে বিস্ফোরণ, ইসরায়েলজুড়ে আতঙ্ক

মিসরে আরেক ফারাউ সম্রাটের সমাধি আবিষ্কার

১০

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

১১

চোট নিয়েও হৃদয়ের বীরত্ব, না পারার আক্ষেপ!

১২

অশ্লীল নাচের দৃশ্য নিয়েই ওটিটিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’

১৩

ভাষাশহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

১৪

খুবিতে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের রিপোর্টের ওপর আলোচনাসভা

১৫

বিরল দিনে শুরু হচ্ছে এবারের রোজা

১৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে একুশের চেতনা : রিজভী

১৭

হারিয়ে যাচ্ছে গাইবান্ধার ওড়াও জাতিগোষ্ঠীর ভাষা

১৮

ভাষা শহীদদের কবর জিয়ারত ঢাবি ছাত্রশিবিরের

১৯

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে : প্রধান উপদেষ্টা

২০
X