দুবাইয়ের গরম হাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেটের স্বপ্ন নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে পাকিস্তান 'এ' দলের স্পিন ফাঁদে ধরা পড়ে ৭০ বল বাকি থাকতেই ২০২ রানে অলআউট হলো টাইগাররা। মেহেদী হাসান মিরাজের ৪৪ রানের ইনিংস এবং তানজিম সাকিবের শেষ মুহূর্তের ৩০ রান না থাকলে হয়তো ২০০-ও পেরোতে পারত না বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই তানজিদ তামিমের (৬) বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। অধিনায়ক শান্তও (১২) বেশিক্ষণ টিকতে পারেননি। সৌম্য সরকারের ৩৫ রানের ইনিংস আশা জাগালেও রান আউটে কাটা পড়ায় ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
তাওহীদ হৃদয়ের (১৯) সাথে ৫৬ রানের জুটি গড়লেও মিরাজকে (৪৪) আউট করার পরপরই বাংলাদেশ ধসে পড়ে। অভিজ্ঞ মুশফিকুর রহিমের (৫) ব্যর্থতা আরও বাড়ায় চাপ। শেষদিকে তানজিম সাকিব (৩০) ও নাসুম আহমেদ (১৫)-এর ছোট ছোট ইনিংস ভরসা দেয় ২০২ রান পর্যন্ত।
৪ উইকেট শিকার করে পাকিস্তান শাহিনসদের নায়ক উসামা মীর। মুবাশ্বির খান নেন ২ উইকেট। টাইগারদের এই ব্যর্থতার পর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে বাংলাদেশ? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে!
মন্তব্য করুন