স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?
ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। দীর্ঘ আট বছর পর ফিরতে চলেছে এই ওয়ানডে আসর, যেখানে অংশ নিচ্ছে আটটি দল। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা এই টুর্নামেন্টে কোন ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, সেই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ এক সুখবর—এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া এই আম্পায়ার সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি জায়গা পেয়েছেন এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী এই হাইভোল্টেজ ম্যাচেই অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। তার সঙ্গী থাকবেন ইংল্যান্ডের অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। ম্যাচের টিভি আম্পায়ার হবেন জোয়েল উইলসন, এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।

শরফুদ্দৌলা গ্রুপ পর্বে আরও একটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচ পরিচালনা করবেন তিনি, যেখানে তার সঙ্গী থাকবেন জোয়েল উইলসন। এছাড়া, ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনি চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন এবং ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে থাকবেন টিভি আম্পায়ার হিসেবে।

বাংলাদেশের ম্যাচ পরিচালনায় কারা থাকছেন?

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইতে। এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। টিভি আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ, এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।

দ্বিতীয় ম্যাচে, ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন পাকিস্তানের এহসান রাজা এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। এই ম্যাচের টিভি আম্পায়ার থাকবেন রড টাকার, চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন, এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রঞ্জন মাদুগালে।

বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার থাকবেন মাইকেল গফ এবং আড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পল রাইফেল, চতুর্থ আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ, এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫: বাংলাদেশের ম্যাচগুলোর আম্পায়ার তালিকা

২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)

অনফিল্ড আম্পায়ার: আড্রিয়ান হোল্ডস্টক, পল রাইফেল টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ ম্যাচ রেফারি: ডেভিড বুন

২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)

অনফিল্ড আম্পায়ার: এহসান রাজা, কুমার ধর্মসেনা টিভি আম্পায়ার: রড টাকার চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি)

অনফিল্ড আম্পায়ার: মাইকেল গফ, আড্রিয়ান হোল্ডস্টক টিভি আম্পায়ার: পল রাইফেল চতুর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ ম্যাচ রেফারি: ডেভিড বুন

বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে শরফুদ্দৌলা ইবনে শহীদ ইতিমধ্যেই বেশ পরিচিত নাম হয়ে উঠেছেন। ২০২৩ ও ২০২৪ সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় মঞ্চে কাজ করা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি অবশ্যই গর্বের বিষয় যে, দেশের একজন আম্পায়ার আইসিসির বড় টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করছেন। শরফুদ্দৌলার এই সুযোগ ভবিষ্যতে বাংলাদেশের আরও আম্পায়ারদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেওয়ার পথ খুলে দেবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা তুঙ্গে, আর সেই উত্তেজনার কেন্দ্রে বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ারদের নিরপেক্ষ ও দক্ষ পারফরম্যান্স ম্যাচ পরিচালনার মান নিশ্চিত করবে। এখন অপেক্ষা, ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হতে চলা ক্রিকেটের জমজমাট লড়াইয়ের!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুর থেকে ৪৮ জন গ্রেপ্তার 

অনশন করলেও বৃষ্টিকে বিয়ে করল না আল আমিন, অতঃপর...

তৌহিদুল ইসলামের রম্য রচনার বই ‘বিয়ে বাড়িতে ইয়ে’ পাওয়া যাচ্ছে মেলায়

ভিখারিনির বালিশে মিলল দু’লাখ টাকা!

পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশত 

লোহাগড়ায় বিএনপির কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

অটিজম ও এনটিডি সেবাদান কেন্দ্র / ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বরিশালে সাইবার আইনের ৫৯টি মামলা প্রত্যাহার

ফুচকা খেতে না যাওয়ায় নববধূর অভিমান, অতঃপর...

ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা

১০

ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য

১১

রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস

১২

নিজেকে নিয়ে সুখী থাকার দিন আজ

১৩

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা আইনজীবীদের

১৪

ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি ফরিদ, সম্পাদক তারেক

১৫

১ লাখ ২০ হাজারে বিক্রি শাপলাপাতা মাছ

১৬

সাতক্ষীরায় নতুন করে বিএনপি করতে গেলে পরীক্ষা দিতে হবে : পলাশ

১৭

বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি ফ্লাইট চালুর আলোচনা

১৮

অক্টোবরের মধ্যে জুলাই হত্যা মামলার রায় : আসিফ নজরুল

১৯

পেঁয়াজ ক্ষেতে মিলল যুবলীগ নেতার লাশ

২০
X