স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বুমরাহ খেলবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত ১১ ফেব্রুয়ারি

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জসপ্রিত বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা এখনও অনিশ্চিত। পিঠের চোট কাটিয়ে তিনি ফিরতে পারবেন কি না, তা নিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত নেবে বিসিসিআই। বেঙ্গালুরুতে সাম্প্রতিক স্ক্যানের পর তার ফিটনেস রিপোর্ট পর্যালোচনা করছে বোর্ডের মেডিকেল টিম।

বুমরাহ সম্প্রতি বেঙ্গালুরুর এনসিএ-তে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) নিজের পিঠের স্ক্যান করিয়েছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম এখন নির্বাচকদের এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমন্বয় করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

১ জানুয়ারি ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও, ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাননি বুমরাহ। যদিও আশা করা হয়েছিল, তিনি তৃতীয় ওয়ানডেতে ফিরবেন, কিন্তু তার বদলে তিনি বেঙ্গালুরুতে গিয়েছেন পরবর্তী মেডিকেল চেকআপের জন্য।

প্রধান নির্বাচক অজিত আগারকার জানুয়ারি মাসে বলেছিলেন, বিসিসিআইয়ের মেডিকেল রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সিরিজের প্রথম কয়েকটি ম্যাচে বুমরাহর খেলার সম্ভাবনা নেই। তাকে পাঁচ সপ্তাহ বোলিং থেকে দূরে থাকতে বলা হয়েছিল এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার নতুন করে স্ক্যান করার কথা ছিল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল না করতে পারার পর থেকে আর কোনো ম্যাচ খেলেননি বুমরাহ। ধারণা করা হচ্ছে, তার পিঠে ‘স্ট্রেস রিঅ্যাকশন’ হয়েছে, যার কারণে তাকে পাঁচ সপ্তাহ বিশ্রামে রাখা হয়েছে।

যদি ভারত মনে করে যে বুমরাহ পুরোপুরি ফিট নন এবং টুর্নামেন্টে কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নেই, তাহলে তার বদলি হিসেবে তরুণ পেসার হার্ষিত রানাকে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে যদি মনে করা হয়, টুর্নামেন্টের শেষদিকে তিনি ফিট হতে পারেন, তাহলে তাকে স্কোয়াডে রাখা হতে পারে এবং প্রয়োজনে পরে আইসিসির অনুমোদন সাপেক্ষে বদলি নেওয়া যেতে পারে।

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘গ্রুপ এ’-তে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে। ভারত সরকার তাদের পাকিস্তানে খেলতে অনুমতি না দেওয়ায় তারা গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকে আসছিল ৯৮ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ 

চাঁদা দাবির অভিযোগে জামায়াত কর্মী বহিষ্কার

গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

সাবেক এমপি মজিদ খান কারাগারে

সরকারের উদ্দেশে এবি পার্টি / জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন

চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশের ম্যাচে কারা আম্পায়ার?

অপারেশন ডেভিল হান্টে যশোরে গ্রেপ্তার ২৪

৫ আগস্ট ছাত্র-জনতাকে যেভাবে সাহায্য করেছিল র‍্যাব হেডকোয়ার্টার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার ১৩

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই শিশুর

১০

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসারায়েলে তাণ্ডব, বাস্তুচ্যুত ৩৫ হাজার

১১

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

১২

এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুঁশিয়ারি ট্রাম্পের

১৩

হার্ট অ্যাটাক করেও যুবক বললেন, এখনই অফিস যেতে হবে  

১৪

ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ: নতুন ‘এল ক্লাসিকো’?

১৫

কোনো অপরাধীকে রাজপথে দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

থানার সামনে টিকটক ভিডিও বানানো সেই আ.লীগ নেত্রী আটক

১৭

বিশ্ব খাদ্য কর্মসূচিতে মার্কিন সহায়তা স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

যাত্রাবাড়ী থানার সাবেক ওসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

ফের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা 

২০
X