স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কঠোর পরিশ্রমে বিশ্বাসী বাংলাদেশ কোচ

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা চলছে—তারা কি প্রস্তুত? যখন গ্রুপের অন্যান্য দল ওয়ানডে ক্রিকেটের মধ্যে ব্যস্ত, তখন বাংলাদেশের খেলোয়াড়রা কি মানসিকভাবে তৈরি? এই প্রসঙ্গে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স বাস্তবতা স্বীকার করেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না।

সিমন্স স্বীকার করেছেন, দলের প্রস্তুতি আদর্শ পর্যায়ের হয়নি। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ দলগুলো সাদা বলের ক্রিকেটের মধ্যে থাকায় স্কিলের দিক থেকে এগিয়ে।

‘হ্যাঁ, আমি একমত, আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে তারা সাদা বলের ক্রিকেটের মধ্যেই ছিল, তাই স্কিলের দিক থেকে শাণিত আছে। আমাদের আগামী ৬-৭ দিনে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। স্কিল তো আছেই, এখন ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করাই আসল কাজ।’

নাজমুল হোসেন শান্তর ম্যাচ খেলার সুযোগ হয়নি। দীর্ঘদিন ওয়ানডে না খেলা কি তার আত্মবিশ্বাসে প্রভাব ফেলবে?

সিমন্স মনে করেন, ম্যাচ না খেললেও কঠোর পরিশ্রমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবাইকে স্ট্রং মেন্টাল এটিটিউড নিয়ে এগোতে হবে। ৫০ ওভারের ম্যাচ হয়নি, এটা ঠিক। তবে শান্ত প্রস্তুতি নিয়েছে, সামনেও নিবে।’

নাহিদ রানা বিপিএলে অনেক ম্যাচ খেলেছেন। এতে কি তার কার্যকারিতা কমেছে এই প্রশ্নের সিমন্স বললেন, ‘গত কয়েক ম্যাচে তাকে একটু স্লো মনে হয়েছে। রানআপও স্বাভাবিকের চেয়ে কম ছিল। তবে যেহেতু তার দল আগেভাগে বিদায় নিয়েছে, সে বিশ্রামও পেয়েছে। ক্যারিবিয়ানে যেমন গতি ও ধার ছিল, গতকাল তাকে তেমনই মনে হয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হবে দিনের আলো ও ফ্লাডলাইটের সংমিশ্রণে। বাংলাদেশ দল তাই অনুশীলনে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দিনে ব্যাটিং-বোলিং করেছি, আবার সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোতেও অনুশীলন করেছি। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

ম্প্রতিক পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে সিমন্স মনে করেন, লিটন এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।

‘ওর সাথে আমার কথা হয়েছে। আমি মনে করি দলে না থাকাটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নেবে। সে ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলেও ভালো খেলেছে। এমন একজন খেলোয়াড়কে আমরা অবশ্যই মিস করব। তবে আমরা সবাই জানি, সেও মেনে নিয়েছে যে সে রান করছে না। এ কারণেই দলের বাইরে। তবে আমি জানি, সে ঘুরে দাঁড়াতে কঠোর পরিশ্রম করছে।’

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পুরোপুরি প্রস্তুত কি না, তা সময়ই বলে দেবে। তবে প্রধান কোচের মতে, মানসিকভাবে শক্ত থাকলে ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব। এখন শুধু মাঠের চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পটুয়াখালীতে বেড়েছে বোরো আবাদ

১১ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চলতি পথে হঠাৎ বিকল ট্রেন, যাত্রীদের আপ্যায়নে গ্রামবাসী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদযাত্রা 

‘৫ আগস্টের পর দেশে ইসলামের পক্ষের পরিবেশ তৈরি হয়েছে’

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল নারীর

স্থগিত কমিটি বহালের দাবিতে ছাত্রদের সড়ক অবরোধ

আসামি ধরতে গিয়ে তোপের মুখে খালি হাতে ফিরল র‌্যাব

মোবাইলের ডিসপ্লে নষ্ট করায় হত্যা, ৩ জনের যাবজ্জীবন

১০

ভুল চিকিৎসায় ফের রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

১১

‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

১২

আমরা জনগণের পুলিশ : ডিএমপি কমিশনার

১৩

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরব রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে : প্রধান উপদেষ্টা

১৫

সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স

১৬

বর্তমান সরকার বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল : নীরব

১৭

জাবিতে পরীক্ষা চলাকালে শিক্ষকের স্ত্রীকে প্রবেশে বাধা, অতঃপর...

১৮

যার প্রয়োজন তাকেই টিসিবির কার্ড দেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা

১৯

সাবেক সংসদ সদস্য মজিদ খান গ্রেপ্তার

২০
X