আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই পেসার হাসান মাহমুদ। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া দলের সঙ্গে অনুশীলনে আছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন ডানহাতি এই পেসার। তবে টুর্নামেন্ট শুরু হলেই ফিরে আসবেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন চার পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। তাদের সঙ্গে হাসান যাবেন দলের অনুশীলনের সহযোগী হিসেবেই। ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ থেকে রওনা দেওয়ার কথা নাজমুল হোসেন শান্তদের। দুবাইতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত। এরপর পাকিস্তানের মাটিতে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।
মন্তব্য করুন