ব্যাটিং করতে গিয়ে হাতে বলের আঘাত পেয়েছেন বাঁ হাতি ওপেনার সৌম্য সরকার। মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরীর বাউন্সার সামলাতে গিয়ে চোট পান তিনি। তবে স্বস্তির খবর হচ্ছে, সৌম্যের চোট গুরুতর নয়। তাৎক্ষণিক ব্যাথায় কাতর হলেও তাকে পাওয়ার ব্যাপারে শঙ্কা নেই। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রই এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ব্যথা পাওয়ায় অনুশীলন বন্ধ করেন সৌম্য। তবে বড় কোনো সমস্যা হয়নি তার।
তৃতীয় দিনের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের খেলোয়াড়রা। পেসারদের বলে মাঝ উইকেটে ব্যাটিং অনুশীলন করেন সৌম্য। এ সময় বাঁ হাতি পেসার মৃত্যুঞ্জয়ের বলের আঘাতে চোট পেতে দেখা যায় তাকে। যদিও তিনি এখন শঙ্কা মুক্ত।
কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আঙুলের চোট পেয়েছিলেন সৌম্য। এরপর বিপিএলের দুই পর্বও খেলার সুযোগ হয়নি তার। চোট কাটিয়ে ফেরার পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে প্রস্তুতি চলছে তার।
মন্তব্য করুন