টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের পর উদযাপনে চমক দিয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জয়ী দলের সব খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের আইফোন ১৬ উপহার দিয়েছে দলটির কর্তৃপক্ষ। বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিটি ফোনের মূল্য প্রায় এক লাখ টাকা।
রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে শিরোপা জয়ের পর এই ব্যতিক্রমী উদযাপন করেছে বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিপিএল ট্রফি ঘরে তুলেছে তারা। শিরোপা জয়ের জন্য বরিশাল পেয়েছে আড়াই কোটি টাকার আর্থিক পুরস্কার, আর রানারআপ চিটাগং কিংসের জন্য ছিল দেড় কোটি টাকা।
তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল দলের ফাইনালে চমৎকার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তামিম নিজেই। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দাপট দেখানো মেহেদী হাসান মিরাজ হয়েছেন সিরিজ সেরা, ৩৫৫ রান করার পাশাপাশি শিকার করেছেন ১৩ উইকেট।
বিপিএল ট্রফি জয়ের পাশাপাশি ফরচুন বরিশালের এই উদারতার ঘটনা ইতিমধ্যেই ক্রিকেট অঙ্গনে সাড়া ফেলেছে। দলের প্রতি এমন উদারতা ভবিষ্যতে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির জন্যও উদাহরণ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন