বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হলেও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার রেশ এখনো কাটেনি। এই ধরনের জটিলতা এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন পদক্ষেপ নিয়েছে। এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক ও অন্যান্য বিষয় সরাসরি তত্ত্বাবধান করবে বিসিবি।
বিসিবির ঘোষণায় তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা বলা হয়েছে।
১. পারিশ্রমিক ব্যবস্থাপনা:বিদেশি ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী পারিশ্রমিক ও ম্যাচ ফি সময়মতো ও স্বচ্ছভাবে পরিশোধ করবে বোর্ড।
২. লজিস্টিক সহায়তা: বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা দেবে বিসিবি।
৩. আর্থিক প্রটোকল উন্নয়ন: ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আর্থিক লেনদেনের নিয়ম আরও কঠোর ও স্বচ্ছ করা হবে, যাতে খেলোয়াড়দের স্বার্থ সুরক্ষিত থাকে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, 'এই পদক্ষেপ বিপিএলের স্বচ্ছতা বজায় রাখতে এবং দেশি-বিদেশি ক্রিকেটারদের জন্য আরও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে বিসিবির প্রতিশ্রুতিকে দৃঢ় করবে।'
এবারের বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার জন্য সবচেয়ে বেশি আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। দলটি বিদেশি খেলোয়াড়দের সময়মতো অর্থ পরিশোধ না করায় চেক বাউন্স, খেলোয়াড়দের অনুশীলন বর্জন এবং হোটেলে আটকে থাকার মতো ঘটনাও ঘটেছে। এমনকি চিটাগাং কিংসেও পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ছিল।
এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে বিসিবি সরাসরি দায়িত্ব নেওয়ার এই সিদ্ধান্ত বিপিএলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন