স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

বিদায়ী সংবর্ধনায় তামিম ‘বাংলাদেশই আসল, সাকিব-তামিম নয়’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বিপিএল ফাইনালের পর বিসিবির আয়োজিত বিদায়ী সংবর্ধনায় তিনি স্মরণ করলেন তার দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গী সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজাকে। তবে তার বিদায়ী ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি বার্তা—ব্যক্তিগত ক্রিকেটারের ভক্ত নয়, সবাই যেন বাংলাদেশের সমর্থক হয়।

চট্টগ্রাম কিংসের বিপক্ষে ফাইনালে ১৯৫ রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করে শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৯ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তামিম। এই জয়ের আগেই অবশ্য পর্দা নেমেছে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের। বিসিবির পক্ষ থেকে তাকে দেওয়া হয় একটি বিশেষ স্মারক জার্সি ও ক্রেস্ট, যেখানে লিপিবদ্ধ ছিল তার ক্যারিয়ারের অসংখ্য অর্জন।

‘কোনো তামিমিয়ান, সাকিবিয়ান নয়—শুধু বাংলাদেশ’

সংবর্ধনা অনুষ্ঠানে তামিম আবেগঘন কণ্ঠে বলেন,

‘ভক্ত-সমর্থকরা দুর্দান্ত ছিল। তাদের আমি ধন্যবাদ দিতে চাই।’

‘তাদের উদ্দেশে আমি বাংলায় কিছু বলতে চাই। এখানে কোনো সাকিবিয়ান, তামিমিয়ান বা মাশরাফিয়ান নেই। শুধু একটাই সমর্থনের বিষয় আছে, বাংলাদেশ। এই জিনিসগুলো বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছে। তাই দয়া করে এসব বন্ধ করুন। আপনারা আমার, সাকিবের অথবা মাশরাফির সমর্থক হতে পারেন, কিন্তু আমরা যখন খেলি, বাংলাদেশি ক্রিকেটার হিসেবেই খেলি। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করবে। আমার পক্ষ থেকে এটিই শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি। আর কিছু নই। তাই দয়া করে দলকে সমর্থন করুন। এই দলটা তরুণ। তারা ভুল করবে। তারা খেলবে। তবে এটি আপনাদেরই দল। তাই সবাই একসঙ্গে থাকুন। এখানে ব্যক্তি বিশেষ কিছু নেই। সবাই বাংলাদেশকে সমর্থন করুন।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিমের ক্যারিয়ারে অন্যতম সঙ্গী ছিলেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফী। তাদের বন্ধুত্ব, একসঙ্গে লড়াই করার মানসিকতা ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিতি পায়। তবে গত কয়েক বছরে মাঠের বাইরে নানা বিতর্কে সম্পর্ক কিছুটা জটিল হয়েছিল। সেই প্রসঙ্গেও তামিমের বার্তা স্পষ্ট—দেশের স্বার্থের বাইরে কিছু নয়।

৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজারের বেশি রান করে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড এখনো তার দখলে—২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান। বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও পরিসংখ্যান বলবে, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান।

তামিম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার বার্তা—বাংলাদেশের জয়ই শেষ কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার পিটুনিতে নিহত ইউনিয়ন আ.লীগ সভাপতি

বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস আজ

কবরস্থানে পাওয়া বস্তায় অস্ত্রসহ চাইনিজ কুড়াল

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি

টিভিতে আজকের খেলা

সারা দেশে ব্যাপক বজ্রপাতের শঙ্কা

২১ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

রাজশাহীতে দুই ছিনতাইকারী জনতার হাতে ধরা

১০

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

১১

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

১২

স্বর্ণালংকার নিয়ে চম্পট গৃহকর্মী, অতঃপর...

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা নিহত

১৪

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

১৫

জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি

১৬

‘সংস্কার ও বিচারের পর নির্বাচন চায় জামায়াত’

১৭

চেক প্রতারণার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

১৯

যশোরে ২৮ মন্দিরে অনুদানের চেক বিতরণ

২০
X