বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়লেন হাসান তিলকারত্নে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন লঙ্কান এই কোচ।
২০২২ সালে এশিয়া কাপের পর বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেন তিলকারত্নে। তার কোচিংয়ে নিগার সুলতানারা কিছু উল্লেখযোগ্য সাফল্য পেলেও বৈশ্বিক টুর্নামেন্টে কাঙ্ক্ষিত ফল আসেনি। ফলে বিসিবিও নতুন করে তার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহ দেখায়নি। পরিস্থিতি বুঝেই স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ই তিলকারত্নে তার অবস্থান স্পষ্ট করেছিলেন।
এদিকে, নতুন কোচ খুঁজতে নেমেছে বিসিবি। দেশীয় কোচের দিকেই নজর দেওয়া হচ্ছে, যেখানে আলোচনায় আছেন মেয়েদের বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকা অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।
মন্তব্য করুন